“নতুন ইতিহাস, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত!” ক্যাপশন সংবলিত বেশকিছু স্ক্রিনশট এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হতে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে কুরআন তেলওয়াত এর স্ক্রিনশট এবং ভিডিওগুলো কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের নয় বরং সেগুলো ২০২১ সালে আল-থুমামা নামক কাতার বিশ্বকাপের একটি ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনশট এবং ভিডিও। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই শিরোনামটিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।
শেয়ারকৃত পোস্টগুলোর ক্যাপশনে যে দাবিটি করা হয়েছিলো তার সত্যতা যাচাই করতে আমরা উক্ত পোস্টগুলো থেকে স্ক্রিনশট এবং ভিডিওগুলো সংগ্রহ করে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানতে পেরেছি যে কুরআন তেলওয়াত এর স্ক্রিনশট এবং ভিডিগুলো গত ২০ই নভেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের নয় বরং সেগুলো গত ২২ই অক্টোবর, ২০২১ তারিখে আল-থুমামা নামক কাতার বিশ্বকাপের একটি ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলওয়াতের ছবি।
শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত কুরআন তেলওয়াতের স্ক্রিনশট এবং ভিডিওগুলোর মূল উৎস খুঁজতে গিয়ে আমরা বেশকিছু ইউটিউব ভিডিও, একটি টুইটার পোস্ট, এবং একটি সংবাদের সন্ধান পেয়েছি এবং নিশ্চিত হয়েছি যে কুরআন তেলওয়াতের স্ক্রিনশট এবং ভিডিওগুলো কাতার বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানের নয়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
শেয়ারকৃত ফেসবুক পোস্টগুলো থেকে নেওয়া একটি স্ক্রিনশট এবং উক্ত টুইটার পোস্টের ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশট বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি যে দুটো ছবিতেই অনেকগুলো বাচ্চা সাদা জুব্বা এবং মাথায় সাদা টুপি পরে কুরআন তেলওয়াত করছে এবং তাদের প্রত্যেকের সামনে নীল রঙের হারিকেন রাখা আছে যা অন্য একটি দৃষ্টিকোণ (angle) থেকে নিশ্চিত হওয়া গিয়েছে। তাদের পিছনেই গ্যালারিতে একটি জায়ান্ট স্ক্রিনও দেখা যাচ্ছে। দুটো স্ক্রিনশটেরই ডানপাশে নিচে আমির কাপ ২০২১ (Amir Cup 2021) এর একটি সাদা লোগো রয়েছে। ডানপাশে উপরে চ্যানেলের লোগো সম্প্রচারকের নাম অনুযায়ী পরিবর্তিত হয়েছে। যেহেতু দুটো স্ক্রিনশটেই আমির কাপ ২০২১ সালের লোগো রয়েছে, সেহেতু এটা স্পষ্ট যে ফেসবুকে শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত কুরআন তেলওয়াতের স্ক্রিনশট এবং ভিডিওগুলো ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের নয় বরং সেগুলো ২০২১ সালে আল-থুমামা নামক বিশ্বকাপের একটি ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলওয়াতের ভিডিও।
উল্লেখ্য, গত ২০ই নভেম্বর, ২০২২ তারিখে কাতারের আল-খোর শহরের আল-বাইত স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশকিছু অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
অর্থাৎ, শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত কুরআন তেলওয়াত এর স্ক্রিনশট এবং ভিডিওর সাথে কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের কোন সম্পৃক্ততা নেই বরং উক্ত স্ক্রিনশট এবং ভিডিওগুলো ২০২১ সালে আল-থুমামা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলওয়াতের সময়কার।
সুতরাং, সবকিছু বিবেচনা করে পোস্টগুলোতে ব্যবহৃত স্ক্রিনশট এবং ভিডিওগুলোকে আমরা “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?