রাহুল গান্ধীর চীনা মহিলা কূটনীতিকের সাথে সময় কাটানোর গুজব

8
রাহুল গান্ধীর চীনা মহিলা কূটনীতিকের সাথে সময় কাটানোর গুজব রাহুল গান্ধীর চীনা মহিলা কূটনীতিকের সাথে সময় কাটানোর গুজব

Published on: [post_published]

সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে রাহুল গান্ধী নেপালের একটি নাইট ক্লাবে কাঠমান্ডুতে কর্মরত চীনা মহিলা কূটনীতিক হু ইয়ানকির সাথে সময় কাটাচ্ছেন। কিন্তু বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রাহুল গান্ধী তার নেপালি বন্ধু সুমনিমা উদাসের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ভিডিওতে রাহুল গান্ধীকে যার সঙ্গে দেখা যাচ্ছে তিনি কনের বান্ধবী, চাইনিজ ডিপ্লোম্যাট হু ইয়ানকি নন। যেহেতু ফ্যাক্ট-ওয়াচ দাবির সপেক্ষে কোন সত্যতা পায়নি তাই এটাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

গুজবের উৎস

গত ৩রা মার্চ থেকে রাহুল গান্ধীর এই ভিডিও ভাইরাল হয় ।  ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী কোন পার্টিতে অবস্থান করছেন এবং পাশে থাকা এক নারীকে কিছু বলছেন। ভিডিওটি ফেসবুকে বিভিন্ন পেজ এবং আইডি থেকে পোস্ট করা হচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে  রাহুল গান্ধী নেপালের একটি নাইট ক্লাবে পার্টিরত অবস্থায় কাঠমান্ডুতে কর্মরত চীনা মহিলা কূটনীতিক হু ইয়ানকির সাথে সময় কাটাচ্ছেন। এমনই কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফাক্টওয়াচের অনুসন্ধান

২রা মে প্রকাশিত কাঠমান্ডু পোস্টের একটি নিউজ থেকে জানা যাচ্ছে ২রা মে রাহুল গান্ধী তার আরও তিনজন সঙ্গী নিয়ে কাঠমান্ডু পৌঁছান। কাঠমান্ডুতে তিনি তার বন্ধু সুমনিমা উদাসের বিয়ের অনুষ্ঠানে যান। বিয়ে ৩রা মে এবং বিবাহোত্তর সংবর্ধনা ৫ই মে তারিখে অনুষ্ঠিত হবার কথা। উল্লেখ্য সুমনিমা উদাস সিএনএনের সাবেক সংবাদ প্রতিনিধি ছিলেন এবং তার বাবা মিয়ানমারে নেপালি রাষ্টদূত ছিলেন।

ভারতের অন্যতম প্রধান গণমাধ্যম ইন্ডিয়া টুডে ভাইরাল হওয়া নিউজটির ফ্যাক্ট চেকিং করেছে। ইন্ডিয়া টুডে -এর সেই রিপোর্ট থেকে জানা যায় ভাইরাল হওয়া ভিডিওটিতে রাহুল গান্ধীকে যেখানে দেখা যাচ্ছে সেটা আসলে কাঠমান্ডুর একটি জনপ্রিয় পানশালার। ইন্ডিয়া টুডের সাংবাদিকরা সেই পানশালার ব্যবস্থাপনায় থাকা লোকদের সাথে যোগাযোগ করেন। সেই পানশালার সিইও রবিন শ্রেষ্ঠা নিশ্চিত করেন রাহুল গান্ধী ২রা মে ৫-৬ জন সঙ্গী নিয়ে ওই পানশালাতে আসেন। কিন্তু সেখানে কোন চীনা রাষ্টদূত কিংবা কূটনীতিক ছিলেন না।

রবিন শ্রেষ্ঠা বলেন “ রাহুল গান্ধী পানশালায় এসে দেড় ঘণ্টা অবস্থান করেন। এটা তার ব্যক্তিগত ভ্রমণ ছিলো। কিন্তু সেখানে চীনা অ্যাম্বাসির কেউ উপস্থিত ছিলেন না।”

তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলা মেয়েটির সম্পর্কে বলেন “ অবশ্যই সে চীনা দূতাবাসের কেউ না।” তবে ব্যক্তিগত ভ্রমণ হওয়ায় রবিন শ্রেষ্ঠা তার অতিথিদের সম্পর্কে এর বেশি তথ্য দিতে রাজি হননি।

রাহুল গান্ধীকে নিয়ে করা কাঠমান্ডু পোস্টের (ফাক্ট ওয়াচের এই রিপোর্টের অনুসন্ধানী অংশের শুরুতে দেওয়া হয়েছে) সেই প্রতিবেদনকারী অনিল গিরির সাথেও ইন্ডিয়া টুডে যোগাযোগ করে। তিনি বলেন “রাহুল গান্ধী বর এবং কনের বন্ধুদের সাথে পানশালাতে গিয়েছিলো। ওই নারী অবশ্যই চীনা রাষ্টদূত না। সে কনেপক্ষের এবং একজন নেপালী নারী”

এছাড়া ইন্ডিয়া টুডেকে কংগ্রেস পার্টির কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড রানদীপ সূর্যেওয়ালা বলেন “রাহুল গান্ধী তার একজন সাংবাদিক বন্ধুর প্রাইভেট বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নেপাল গেছেন।”

ইন্ডিয়া টুডের প্রতিবেদনটি দেখুন এখানে।

মূলধারার সংবাদমাধ্যম ছাড়াও Oneindia এবং OpIndia উক্ত গুজবটির ফ্যাক্টচেক করেছে।  তাদের ফ্যাক্টচেক  রিপোর্টেও উক্ত পার্টিতে রাহুল গান্ধীর সাথে চীনা অ্যাম্বাসির কারো থাকার প্রমাণ মেলেনি।

যেহেতু রাহুল গান্ধীর সাথে উক্ত পার্টিতে চীনা অ্যাম্বাসির কারো থাকার প্রমাণ মেলেনি তাই ফ্যাক্ট-ওয়াচ এটিকে মিথ্যা তথ্য হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.