যখন কোনো কন্টেন্ট-এ সামান্য তথ্যগত বা সংখ্যাগত ভুল থাকে। বাস্তবে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কারও বক্তব্যে উল্লেখিত সংখ্যা, তারিখ, সময় সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন/পরিবেশন করা হলে, কিন্তু অন্যান্য বিবরণ ঠিক থাকলে এগুলোকে “আংশিক মিথ্যা” রেটিং দেয়া হয়। তবে, কোনো খবরে যদি সত্য ও মিথ্যা দুরকম তথ্যই থাকে, কিন্তু মিথ্যা তথ্যগুলো কম প্রাধান্য পায়, তখনই কেবল আমরা এই রেটিং ব্যবহার করি।