কৌতুক

1
Placeholder Image

যেসব কন্টেন্ট বিদ্রুপাত্মক, হাস্যরসাত্মক, নিন্দাসূচক কিন্তু সচেতনতামূলক, সেগুলোকে ফ্যাক্টওয়াচ “কৌতুক” হিসেবে আখ্যায়িত করে। প্রকাশভঙ্গি হিসেবে কৌতুক সাধারণত রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে বা প্রতিবাদে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু অনেকসময় কেউ কেউ তাৎক্ষণিকভাবে এই ধরণের তথ্য বা রচনাকে ব্যঙ্গাত্মক বলে বুঝতে পারেন না। অথবা রচনাটি এমনভাবে লেখা হয়েছে যাতে মানুষ এর অন্তর্নিহিত মশকরাটুকু তাৎক্ষণিকভাবে ধরতে না পারেন। সেসব ক্ষেত্রে ফ্যাক্টওয়াচ এই রেটিং প্রদান করে।

No Factcheck schema data available.