এমন কোনো কন্টেন্ট যা অতিরিক্ত তথ্যপ্রমাণ ছাড়া কাউকে বিভ্রান্ত করতে পারে। যেমন: বিকৃত না করে কোনো ভিডিও বা অডিও থেকে খানিক অংশ বা আসল ছবি কেটে ব্যবহার করা যেখানে মূল বিষয়বস্তু বোঝা যাচ্ছে না। উদাহরণ: কোনো ভিডিওতে বক্তার “আমি সেই প্রার্থীকে সমর্থন করি যদি…” উদ্ধৃতিটিকে কেটে শুধুমাত্র “আমি সেই প্রার্থীকে সমর্থন করি” অংশটুকু যদি প্রচার করা হয়। এছাড়াও এই রেটিং এর আওতায় আরও যা যা পড়বে: – লেখার ক্ষেত্রে অর্থ পুরোপুরি পালটে না ফেলে কারও বক্তব্যকে পুনর্বিন্যাস বা সম্পাদনা করা হলে। – প্রযুক্তিগতভাবে অতিরঞ্জিত কোনো কনটেন্ট যা মিথ্যা, কিন্তু বাস্তব ঘটনা বা বিবৃতির উপর ভিত্তি করে তৈরি। – যে কন্টেন্ট একটি উপসংহার উপস্থাপন করে যা কোনো তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত নয়। তথ্যে এমন কোনো দাবিকে সত্য বলে উল্লেখ করা হয়েছে যা বিশ্বাসযোগ্য, কিন্তু প্রমাণিত নয়।