এটি কি ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখের ছবি?

19
এটি কি ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখের ছবি? এটি কি ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখের ছবি?

Published on: [post_published]

“ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখ” শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু রিভার্স ইমেজ সার্চ করে জানা যায় ছবিটি বাস্তব নয়, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। ইউজিন ফিলিমনভ (Eugene Filimonov) এবং রোমান লভিগিন (Roman Lovygin) নামে দুইজন গ্রাফিক আর্টিস্ট মিলে এই চিত্রকর্মটি তৈরি করেছেন। ২৭ ডিসেম্বর, ২০২০ এ ফিলিমনভ তার ইন্সটাগ্রামে এটি আপলোড করেন।

ছবিটিকে ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখ বলে দাবি করা হচ্ছে। তবে সেখানে ছবিটি কবে কোথায় বা কে তুলেছেন এমন কোনো তথ্য প্রমাণ দেখতে পাওয়া যায়না। এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

এই দাবির সত্যতা জানতে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে আর্টস্টেশনের কয়েকটি লিংক সামনে আসে। “Realistic Eye” শিরোনামে একটি নিবন্ধে ছবিটি খুঁজে পাওয়া যায়।

টেক্সচার পেইন্টার ইউজিন ফিলিমনভ এবং রোমান লভিগিন নামে দুই আর্টিস্ট মিলে এই চিত্রকর্মটি তৈরি করেন। নিচের ছবিগুলো লক্ষ্য করলে বুঝা যায় কিভাবে এই ছবিটি তৈরি করা হয়েছিলো।

 



 

এছাড়া প্রথম অবস্থায় চোখের মডেলটি কিভাবে তৈরি করেন সে সম্পর্কে ফিলিমনভ বিস্তারিত দুইটি ব্লগ প্রকাশ করেন। “Realistic Eyes. Part11“এবং”Realistic Eyes. Part 22” শিরোনামে এই ব্লগ দুইটিতে ছবি তৈরির সবগুলো পদক্ষেপ বিস্তারিত আলোচনা করেন।

এই আর্টিস্ট ইন্সটাগ্রাম এবং ফেসবুক আইডিতে দুই বছর আগে এই চিত্রকর্মটি আপলোড করেন। পুরানো এই ছবিটিই বর্তমানে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

তাই নিশ্চিতভাবেই বুঝা যায় যে, ছবিটি ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখের কোনো ছবি না। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে এই চিত্রকর্মটি প্রায় দুই বছর আগে তৈরি করা হয়েছে। সুতরাং ফ্যাক্টওয়াচ এসব পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.