নির্যাতনের ভিডিওটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের পথ নাটকের অংশ

35
নির্যাতনের ভিডিওটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের পথ নাটকের অংশ
নির্যাতনের ভিডিওটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের পথ নাটকের অংশ

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিদিষ্ট পোশাক পরিহিত একাধিক ব্যক্তি একজনকে রাস্তায় বেধড়ক নির্যাতন করছেন। আশেপাশে উপস্থিত অসংখ্য মানুষ এ ঘটনা দাঁড়িয়ে দেখছেন। ভিডিওটিকে বাস্তব নির্যাতনের ঘটনা ভেবে কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন ব্যক্তিগত আইডি থেকে শেয়ার দেওয়া হচ্ছে। যদিও ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে জানতে পেরেছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি বাস্তবিক কোনো ঘটনা নয় বরং একটি পথ নাটকের অংশ বিশেষ। মূলত খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জীবন সংগ্রাম তুলে ধরতে এ ধরণের পথ নাটকের আয়োজন করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে এমন আয়োজন বহুল জনপ্রিয়। কিন্তু ভিডিওটি যে কোনো সত্যিকারের নির্যাতনের নয় তা কোথাও উল্লেখ করা হয়নি। যে কারণে জনসাধারণের কাছে বার্তা যাচ্ছে কোনো ধর্মের অনুসারীকে ধর্মীয় কারণে এভাবে রাস্তায় নির্যাতন করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ ঐ ভিডিওটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে চাবুক জাতীয় কোনো বস্তু দিয়ে একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি নির্যাতন করছেন। কিছুক্ষণ পরেই নির্যাতিত ব্যক্তিটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতীক ক্রস কাঁধে নিয়ে সামনে এগিয়ে যেতে চেষ্টা করছেন। এ পর্যায়ে চার্চের ফাদার এবং নানের পোশাক পরিহিত একাধিক নারীপুরুষ ও ব্যক্তিটিকে আঘাত করতে শুরু করেছেন। দৃশ্যমান ঘটনাটি বাস্তব কিনা তা যাচাই করতে গিয়ে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। সেখান থেকে শেয়ারকৃত ভিডিওটির সাদৃশ্য একাধিক ভিডিও এবং  ছবি বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়। Cebu Daily News নামক ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতীক ক্রস কাঁধে নিয়ে রক্তাক্ত এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। উল্লেখ্য, উক্ত ছবির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যাচ্ছে গুড ফ্রাইডে উৎসবে অভিনেতা মার্ক এসকুয়োস যিশুর চরিত্রে অভিনয় করেছেন।

এ পর্যায়ে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চে করে জানা যায়, সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে বড়দিনের পাশাপাশি গুড ফ্রাইডে  দিনটি খুব গুরুত্বপূর্ণ। যিশুখ্রিষ্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সে দিনটি ছিল শুক্রবার। ক্রুশে বিদ্ধ করার আগে তাকে মারাত্মক নির্যাতন করা হয়। সেই থেকে প্রতিবছর গুড ফ্রাইডে শ্রদ্ধার সঙ্গে পালন করে খ্রিষ্টধর্মাবলম্বীরা। এই দিনটিতে বিভিন্ন উৎসবের পাশাপাশি যিশুর জীবনী তুলে ধরা হয় নানা আয়োজনে। পথ নাটক তেমন একটি প্রচেষ্টা। যেখানে যিশু চরিত্রে এক ব্যক্তি ক্রস নিয়ে হাঁটতে থাকেন। রোমান সৈন্যদের ভূমিকায় থাকা অন্যরা তাকে নির্যাতন করতে থাকে।

সুতরাং ভাইরাল ভিডিওটিতে নির্যাতনের যেই দৃশ্য দেখা যাচ্ছে তা বাস্তবিক কোনো ভিডিও নয়। গুড ফ্রাইডেতে যিশুর জীবনে নিয়ে পালিত হওয়া কিছু পথ নাটক দেখতে পাবেন এখানে, এবং এখানে

অর্থাৎ, নাটকের ভিডিও সত্য হিসেবে প্রচার করার কারণে সেগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” চিহ্নিত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh