বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ফেসবুকে বেশ কিছু দাবি ছড়াতে দেখা যাচ্ছে। এসব দাবির মধ্যে আছে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড। এতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সূত্রে প্রচার করা হচ্ছে, শেখ হাসিনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সব কৌশল ভেস্তে দিয়েছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিশ্চিত করেছেন দাবিতে ছড়াচ্ছে একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের স্ক্রিনশট। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব দাবির কোনোটিরই সত্যতা পাওয়া যায়নি।
দাবি ১: প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত ফটোকার্ড
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে কালবেলাসহ দেশের অন্যান্য কোনো সংবাদমাধ্যমেও প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সার্বিক বিবেচনায় এটি প্রতীয়মান হয় যে, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদমাধ্যমটির নাম ও লোগো ব্যবহার করে তৈরি ভুয়া ফটোকার্ড দিয়ে দাবিটি প্রচার করা হচ্ছে।
দাবি ২: ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সূত্রে প্রচার করা হচ্ছে, শেখ হাসিনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সব কৌশল ভেস্তে দিয়েছেন
এই দাবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ছবি সম্বলিত একটি ফটোকার্ড। এতে লেখা, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইউনূসকে অপসারণ। সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার আগ পর্যন্ত জাতিসংঘের শাসন জারি।
ফটোকার্ডটি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নামে ব্যবহৃত ফন্টের সঙ্গে মিল রেখে লেখা ‘The Delhi Star।’
এই নামে খুঁজে ফেসবুকে একটি পেজের সন্ধান পাওয়া যায়। ২৭ হাজার ফলোয়ারের পেজটি ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছে। এতে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার পেজ। পেজটিতে গত শুক্রবার (১৪ মার্চ) ফটোকার্ডটি পোস্ট করা হয়।
পেজটির নামে ব্যবহৃত ফন্টের সঙ্গে দ্য ডেইলি স্টারের নামের ফন্ট মিল থাকায় তাদের স্যাটায়ার ফটোকার্ডটিকেই পত্রিকাটির নামে প্রচার করা হচ্ছে।
দাবি ৩: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিশ্চিত করেছেন দাবিতে ছড়াচ্ছে একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের স্ক্রিনশট
‘ডোনাল্ড জে ট্রাম্প আপডেট’ নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টটিতে লেখা, ‘প্রধানমন্ত্রী হিসেবে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা।’
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। তার নামে খোলা একটি ভুয়া ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে ইতিপূর্বে বাংলাদেশ নিয়ে বেশ কিছু গুজব প্রচার করা হয়েছে। যা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন করেছে ফ্যাক্টওয়াচসহ দেশের একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, এক্সের পেইড সাবস্ক্রিপশন মডেল অনুযায়ী, মাসে নির্দিষ্ট একটি ফি প্রদান করে যেকোনো ব্যবহারকারী তার এক্স অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। এই মডেলে অনেক ভুয়া অ্যাকাউন্টও ভেরিফায়েড হয়েছে। ‘ডোনাল্ড জে ট্রাম্প আপডেট’ অ্যাকাউন্টটি এমনই একটি উদাহরণ।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ প্রধান উপদেষ্টার পদত্যাগ ও শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ফেসবুকে প্রচারিত এ দাবিগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ফেসবুকে বেশ কিছু দাবি ছড়াতে দেখা যাচ্ছে। এসব দাবির মধ্যে আছে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড। এতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সূত্রে প্রচার করা হচ্ছে, শেখ হাসিনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সব কৌশল ভেস্তে দিয়েছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিশ্চিত করেছেন দাবিতে ছড়াচ্ছে একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের স্ক্রিনশট।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh