পাপনের পদত্যাগের আন্দোলনের নামে ভিন্ন ঘটনার ভিডিও

9
পাপনের পদত্যাগের আন্দোলনের নামে ভিন্ন ঘটনার ভিডিও পাপনের পদত্যাগের আন্দোলনের নামে ভিন্ন ঘটনার ভিডিও

  Published on: [post_published]

যা দাবি করা হচ্ছেঃ এটা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ৫০০ মোটরসাইকেল নিয়ে ক্রিকেটামোদীদের র‍্যালি করার ভিডিও।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তঃ দাবিটি বিভ্রান্তিকর। এটি মূলত আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের গাড়িবহর নিয়ে শোভাযাত্রার ভিডিও। এই ভিডিওতে ‘পাপনের দুই গালে জুতা মারো তালে তালে’ শীর্ষক একটি স্লোগান লাগিয়ে দেয়া হয়েছে যা, মূল ভিডিওতে নেই।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

ভাইরাল ভিডিওটি সত্যিই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে মিছিলের ভিডিও কি না  এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই এটা বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। ভিডিওতে মোটরসাইকেল আরোহীদের ‘পাপনের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। কিন্তু, যারা মিছিল করছে তাদের হাতে আওয়ামী লীগের দলীয় পতাকা এবং মাথায় ‘সাইফুল ইসলাম, ঢাকা-১৯’ লেখা হেডব্যান্ড দেখতে পাওয়া যায়। এর কিছু নমুনা নিচে তুলে ধরা হলঃ

            Screenshot from the viral video


Screenshot from the viral video

এই সব নির্দেশকগুলোর সাথে নাজমুল হাসান পাপনের পদত্যাগ সংক্রান্ত দাবির কোনো প্রাসঙ্গিকতা নেই।

পরবর্তীতে, এই ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে ‘প্রতিদিন দেশের খবর’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৫ অক্টোবর আপলোড করা ভাইরাল ফুটেজটির মুল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল “ঢাকা ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত‍্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুলের মোটর শোভাযাত্রা।” কিন্তু ভিডিওর কোথাও ‘পাপনের দুই গালে জুতা মারো তালে তালে’  শীর্ষক কোনো স্লোগান শুনতে পাওয়া যায়নি।

অন্যদিকে, বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায় যে, গত ১৪ অক্টোবর ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, মুহাম্মদ সাইফুল ইসলাম গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছেন। এই শোভাযাত্রাটি আশুলিয়ার পলাশবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকা থেকে শুরু হয়ে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানের প্রায় ৪০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫ শতাধিক মোটরসাইকেল ও ৩ শতাধিক মাইক্রোবাস  নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

দেখা যাচ্ছে যে, ঢাকা ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত‍্যাশী মুহাম্মদ সাইফুল ইসলামের গাড়িবহর নিয়ে শোভাযাত্রার ভিডিওকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে মিছিলের ভিডিও বলে দাবি করা হচ্ছে। তাই ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করেছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.