সেনাবাহিনীর সদর দপ্তরে লেফটেন্যান্ট কর্নেল আজমতউল্লাহ পদত্যাগ করায় সেনাবাহিনীতে চরম অস্থিরতা দেখা দিয়েছে – যমুনা টিভিকে সূত্র উল্লেখ করে ফেসবুকে এমন একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ২০ জুলাই সরকার রাস্তায় সশস্ত্র বাহিনী মোতায়ন করলে কোনো সূত্র ছাড়া উক্ত পোস্টটি ভাইরাল হয়। পরবর্তীতে ৩০ জুলাই যমুনা টিভিকে সূত্র উল্লেখ করে পোস্টটি পুনরায় ভাইরাল হয়। কিন্তু এই সময়কালে যমুনা টিভিসহ কোনো সংবাদমাধ্যমে এমন কোনো সংবাদ প্রকাশিত হয় নি। তাই উপযুক্ত প্রমাণের অভাবে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিচ্ছে।
বিভ্রান্তির উৎস
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ৩০ জুলাই থেকে পোস্টটি ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট সন্ধান করে এ ধরনের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় না। এছাড়া মূলধারার গণমাধ্যমেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ কোনো কর্মকর্তার পদত্যাগের সংবাদ আসে নি।
এদিকে পরবর্তী সন্ধানে জানা যাচ্ছে, একই দাবিতে গত ২০ জুলাই পোস্টটি ফেসবুকে ছড়িয়েছিলো কোনো সূত্র উল্লেখ ছাড়াই। বিএনপি-সমর্থিত পেজগুলোতে এ পোস্ট বেশি শেয়ার হতে দেখা যায়। উল্লেখ্য, ২০ জুলাই থেকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাস্তায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।
মিথ্যা সূত্র উল্লেখপূর্বক বিভ্রান্তি ছড়ানোয় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।