হাইকোর্ট কি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেছে?

12
হাইকোর্ট কি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেছে? হাইকোর্ট কি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেছে?

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছেঃ হাইকোর্ট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত নির্দেশ দেয়া হয়েছে – সম্প্রতি এমন দাবি সংবলিত একটি ভিডিও শেয়ার করে করা হচ্ছে ফেসবুকে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তঃ দাবিটি বিভ্রান্তিকর। মূলধারার গণমাধ্যম কিংবা নির্বাচন কমিশনের অফিসিয়াল কোনো মাধ্যম থেকে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করার কোনো নির্দেশনা খুঁজে পাওয়া যায় নি। এছাড়া হাইকোর্ট এমন কোনো স্থগিতাদেশ দিয়েছে বলেও নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে জানানো হয় নি। তবে হাইকোর্ট একটি স্থগিতাদেশ দিয়েছে ঠিকই কিন্তু সেটি সম্পূর্ণ নির্বাচনের ফলাফলের উপর নয় বরং শুধুমাত্র ঢাকা-৪ আসনের ফলাফলের উপর। এই তথ্যটিকেই এমনভাবে প্রকাশ করা হচ্ছে যা দেখে সাধারণ নেটিজনরা বিভ্রান্ত হচ্ছেন। অন্যদিকে, জিএম কাদের ও মুজিবুর হক চুন্নুর বক্তব্যের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গের।

গুজবের উৎস:

শেয়ারকৃত ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে উত্থাপিত দাবিটি  সঠিক কি না তা যাচাই করতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। সেখানে গত ৭জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হাইকোর্ট থেকে স্থগিত করার নির্দেশের কোনো তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নি। তবে, জানা যায় যে, ঢাকা-৪ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রাখতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট- এমন কয়েকটি  প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ঢাকা ৪ আসনে পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানম ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগের স্বপক্ষে প্রমাণ প্রদান করে হাইকোর্টে আবেদন করেন। আদেশে আদালত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে আগামী ১০ দিনের মধ্যে ইসিকে এসব অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন।

এমন কয়েকটি প্রতিবেদন পড়ুন এখানে, এখানে এবং এখানে

অন্যদিকে, শেয়ারকৃত ভিডিওটিতে জিএম কাদের ও মুজিবুর হক চুন্নুর বক্তব্যের যে অংশটুকু দেখানো হয়েছে তা সাম্প্রতিক সময়ের কি না জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে ইউটিউবে অনুসন্ধান করা হয়। সেখানে “চ্যানেল ২৪” এবং “দেশ টিভি” এর ইউটিউব চ্যানেল থেকে গত ৯ জানুয়ারি এবং ১১ জানুয়ারি প্রকাশিত দুইটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। চ্যানেল ২৪ এবং দেশ টিভির ভিডিও দুইটি  বিশ্লেষণ করে দেখা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের হারের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।


সেখানে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হাইকোর্ট থেকে স্থগিত করার বিষয়ে কোনো কথা বলেন নি। অপ্রাসঙ্গিক ভিডিও সামনে রেখে নির্বাচনের ফলাফল হাইকোর্ট থেকে স্থগিত করার দাবি করা হচ্ছে।

সুতরাং, বুঝা যাচ্ছে যে হাইকোর্ট একটি স্থগিতাদেশ দিয়েছে ঠিকই কিন্তু সেটি সম্পূর্ণ নির্বাচনের ফলাফলের উপর নয় বরং শুধুমাত্র ঢাকা-৪ আসনের ফলাফলের উপর।

কিন্তু উক্ত তথ্যটি এমনভাবে প্রকাশ করা হচ্ছে যা দেখে সাধারণ নেটিজেনরা মনে করছেন যে, সম্পূর্ণ নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এমন কিছু নমুনা দেখুনঃ


তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল ভিডিও এর দাবিগুলোকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.