“একটা ধান যার উপরে মাইক্রোস্কোপের সাহায্যে ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রক্রিয়া নকশা করা হয়েছে।” — এমন শিরোনামে কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, বাস্তবে এই নকশা মাইক্রোস্কোপের সাহায্যে কোনো ধানের উপরে করা হয়নি। নকশা গুলো মূলত ধানের আদলে কাঠ দিয়ে তৈরী একটি ভাস্কর্যের উপরে হাতে খোদাই করে করা হয়েছিল। হেলদি ফুড হেলদি লাইফ ব্র্যান্ড উইজডম রাইসের প্যাকেটে এই ভাস্কর্যের ছবি ব্যবহার করেছে। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
ভাইরাল হওয়া ছবিগুলো রিভার্স ইমেজ অনুসন্ধান করে Packaging of the World এর ওয়েবসাইটে থাইল্যান্ডের উইজডম রাইস সংক্রান্ত একটি প্রতিবেদনে সবগুলো ছবি খুঁজে পাওয়া যায়। থাইল্যান্ডের এই ঐতিহ্যবাহী উইজডম রাইসের গুণগত মান তুলে ধরার জন্য ধানের আদলে কিন্তু আকারে বড় একটি কাঠের টুকরোর ওপর হাতে খোদাই করা একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল। ভাস্কর্যটিতে মহিষ ব্যবহার করে বীজতলা প্রস্তুত করা, চারা তৈরি, হাতে করে বীজ বপন, চারা রোপণ, ধান কাটা, মাড়াই করা ইত্যাদির নকশা করা ছিল। এই নকশাগুলোও হাতে খোদাই করা হয়েছিল। এই ভাস্কর্যটির ছবি থাইল্যান্ডের হেলদি ফুড হেলদি লাইফ ব্র্যান্ডের উইজডম রাইসের প্যাকেটে ডিজাইন হিসেবে ব্যবহার করা হয়েছিল।
পরিবেশবান্ধব এবং অর্গানিক উপায়ে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন উইজডম রাইসের গুরুত্ব ভোক্তাদেরকে বোঝাতে হেলদি ফুড হেলদি লাইফ ব্র্যান্ডটি শুরু হয়েছিল। এই উদ্দেশ্যে একটি কাঠের টুকরোকে ধানের বীজের রূপ দিয়ে এই ধান উৎপাদনের প্রতিটি প্রক্রিয়াকে হাতে খোদাই করা হয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন এখানে।
ছবিতে দেখা যাচ্ছে ভাস্কর্যে চিত্রিত নকশা গুলো হাতে খোদাই করে করা হচ্ছে। সুতরাং একটি কোনোভাবেই একটি ক্ষুদ্র ধানের উপর যন্ত্রপাতি দিয়ে বা হাতে খোদাই করে নকশা করার ছবি না।
থাইল্যান্ডের হেলদি ফুড হেলদি লাইফ ব্র্যান্ডের উইজডম রাইসের প্যাকেজিং ডিজাইনটি করেছিল প্রম্পট ডিজাইন নামের একটি ডিজাইন কোম্পানি। এই ডিজাইনটি করার জন্য থাইল্যান্ডের স্থানীয় কিছু ভাস্করদের সাহায্য নেয়া হয়েছিল। এই ডিজাইনটির জন্য প্রম্পট ডিজাইন বেশ কিছু পুরষ্কারও জিতেছে। এগুলো হচ্ছেঃ এ’ ডিজাইন অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ব্র্যান্ড ডিজাইন সোসাইটি, মার্কিং অ্যাওয়ার্ডস, মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডস, টপওয়ার্ড এশিয়া । প্রম্পট ডিজাইনের আরও কিছু কাজের নমুনা নিচে দেয়া হল।
এই ভাস্কর্যটির নকশা হাতে খোদাই করে করা হলেও ভাইরাল হওয়া পোস্ট গুলোতে দাবি করা হচ্ছে ধানের উপর খোদাই করা নকশাগুলো মাইক্রোস্কোপের সাহায্যে করা। সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।