রোহিত শর্মা কি সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়েছেন?

88
রোহিত শর্মা কি সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়েছেন?
রোহিত শর্মা কি সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়েছেন?

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে: রোহিত শর্মা মন্তব্য করছেন যে, ক্রিকেটে কোনো ওপেনার ব্যাটসম্যানকে একদম নিচে ব্যাটিং করতে পাঠানো এক ধরনের পাগলামি। দাবি করা হচ্ছে, সাক্ষাৎকারের এই অংশটি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করেই বলেছেন রোহিত।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: রোহিত শর্মার ভিডিওটি পুরনো। গত ২১ আগস্ট ২০২৩ এ প্রকাশিত হয়েছিলো। যেখানে তিনি ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা করেছিলেন। অর্থাৎ, রোহিত শর্মা সাকিবের কোনো মন্তব্যের বিপরীতে এই বক্তব্যটি দেন নি, বরং সাকিব আল হাসানের আলোচিত মন্তব্যের এক মাস আগেই এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। সংগত কারণে ফ্যাক্টওয়াচ এসব দাবিগুলোকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে, এবং এখানে। 

 ফ্যাক্টওয়াচের অনুসন্ধান –

ভাইরাল ভিডিও বার্তার মাধ্যমে রোহিত শর্মা সত্যিই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে কোনো বার্তা দিতে চেয়েছেন কিনা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে ইউটিউব, ফেসবুক ও গুগলে অনুসন্ধান করা হয়। এতে জানা যায়, রোহিত  শর্মা গত আগস্টে ভারতের ক্রিকেট দলের খেলোয়াড়দের পজিশনের নমনীয়তা নিয়ে সাংবাদিকদের তার মতামত দিচ্ছিলেন। ২১ আগস্ট ২০২৩ এ বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম “হিন্দুস্তান টাইম” একটি প্রতিবেদন প্রকাশ করে। ‘Yeh pagalpanti nahi karte hum’: Rohit Sharma’s blockbuster reply to journalist’s query on ‘batting flexibility’- শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন এখানে। 

এদিকে সাকিব আল হাসানের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ২৬ সেপ্টেম্বরের পরে। মূলত বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণার দিন থেকে। আবার রোহিত শর্মা সাকিবকে ধুয়ে দিয়েছেন বা ‘সাকিবের কথার উত্তর দিলেন রোহিত শর্মা’ এমন দাবিও করা হচ্ছে ১ মাস আগের এই ভিডিওটির উপর ভিত্তি করেই। অথচ ভিডিওটির  বার্তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সেখানে রোহিত শর্মা ভারতের খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে তিনি কিছুই বলেন নি।

রোহিত শর্মার বক্তব্যের মূল ভিডিও  দেখুন এখানে এবং এখানে। ভাইরাল ভিডিওটিতে রোহিত শর্মা যা বলেছেন, তার বাংলা অনুবাদ হলো–

কিছু বিষয় আপনাদের জানা জরুরি। আমি আগেও বলেছি, দলের মধ্যে নমনীয়তা থাকা জরুরি। তবে তার মানে এই নয় যে, ওপেনার ক্রিকেটারকে সাত নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। হার্দিক পান্ডিয়াকে ওপেন করানো হবে। এটা হতে পারে না। সাত বছর ধরে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান ওপেনই করছে। ভিরাট কোহলি তিন নাম্বার পজিশনেই ব্যাটিং করে। চার বা পাঁচ নাম্বারে যারা ব্যাটিং করতে আসেন তাদের এটা জেনে রাখা ভালো যে, কখনো কখনো তাদের এই পজিশনের উপরে অথবা নিচেও ব্যাট করতে হতে পারে। বিগত পাঁচ বছরের পরিসংখ্যান যদি দেখেন তাহলে এটিই দেখবেন যে, যারা ওপেনিং করছেন তারা ওপেনিং এই ব্যাটে নেমেছেন। তিন নাম্বার পজিশনে যিনি ব্যাটিং করছেন ধারাবাহিকভাবে সেখানেই ব্যাটিং করে যাচ্ছেন। পাঁচ নাম্বারে কেএল রাহুল এসেছে, ও পাঁচ নাম্বারেই খেলছে। হার্দিক ছয় নাম্বারে আসে, সে ছয় নাম্বারেই খেলে, ক্ষেত্র বিশেষ সাতেও ব্যাটিং করে। এখন চার বা পাঁচ নাম্বারকে যদি উপর নিচে করতে হয়, সেক্ষেত্রে আমি সমস্যা দেখি না। দলের মধ্যে এইটুকু নমনীয়তা থাকা অবশ্যই জরুরি। আমরা যখন দলে এসেছি উপর বা নিচে আমাদের ব্যাট করতে হয়েছে। তরুণদের এটির মধ্য দিয়ে যেতে হয়। উপরের বা নিচের পারফর্মেন্স ম্যানেজমেন্ট দেখে থাকে। তরুণদের এভাবেই শুরু করতে হয়েছে। দলের মধ্যে এই নমনীয়তা থাকাটা জরুরি। আমি সব সময় এটি নিয়েই কথা বলেছি। আমার কথার মানে কখনোই এমনটি নয় যে, আট নাম্বারকে উপরে পাঠিয়ে দেওয়া হোক, উপরের ব্যক্তিতে আটে নামিয়ে দেওয়া হোক। এসব পাগলামির কোনো মানে হয় না”।

অর্থাৎ, ভারতের দল নিয়ে আলোচনাকালে রোহিত শর্মা খেলোয়াড়দের ব্যাটিং পজিশনের নমনীয়তা নিয়ে তার মতামত সাংবাদিকদের কাছে খোলামেলাভাবে তুলে ধরেছেন। পুরো ভিডিওটিতে তিনি একবারও সাকিব আল হাসানের নাম নেন নি। নেয়ার কোনো কারণও ছিল না, যেহেতু আলাপটিই ভারতীয় দল নিয়ে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর, ২০২৩ এ তামিম ইকবাল তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তার ব্যাটিং পজিশন নিয়ে কিছু মন্তব্য করেন। তামিম বলেন যে, তাকে তার ওপেনিং ব্যাটিং পজিশন থেকে সরে কিছুটা নিচে এসে ব্যাটিং করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিলো এবং তিনি তা গ্রহণ করেন নি। একই দিনে টি স্পোর্টসকে দেয়া অন্য একটি সাক্ষাৎকারে সাকিব আল হাসান তামিমের এই বিষয়টি নিয়ে পাল্টা মন্তব্য করেছেন। তিনি মনে করেন, একটি দলের ব্যাটিং পজিশন নিয়ে নমনীয়তা জরুরী। সব খেলোয়াড়কে বিভিন্ন পজিশনে ব্যাটিং করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তারই প্রেক্ষিতে রোহিত শর্মার পুরনো মন্তব্যটি সম্প্রতি ভাইরাল হয়েছে।

সুতরাং, রোহিত শর্মা এবং সাকিব আল হাসানের বক্তব্যের বিষয়বস্তু একই হলেও, সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে রোহিত শর্মা কিছু বলেছেন এমন দাবির কোনো সত্যতা নেই। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.