সম্প্রতি কার্তিকের গলা চেপে ধরলেন রোহিত ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হয়েছে, “রোহিত শর্মা দীনেশ কার্তিকের উপরে ক্ষেপে গিয়ে গলা ও মুখ চেপে ধরেছেন। রোহিত শর্মার এই আচরণে প্রাক্তন ক্রিকেটার শচীন এবং ধোনী ক্ষুদ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ গেছে”। তবে ইন্ডিয়ান সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট প্রমাণ করে দেখিয়েছে যে, রোহিত শর্মা ও দীনেশ কার্তিকের ভাইরাল দৃশ্যটি নিতান্তই মজা করার ঘটনা ছিল। সঙ্গত কারণে ভাইরাল ভিডিওর দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।
বিষয়টির বিস্তারিত জানতে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চে দেখা যায়, ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ইন্ডিয়ান বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টি-টুয়েন্টি ম্যাচে রোহিত ও কার্তিকের মাঝে ঘটনাটি ঘটে। মূলত ১২ তম ওভারে ওমেশ যাদবের একটি বলে ম্যাক্সওয়েল ব্যাট চালাতে যেয়ে পরাস্ত হন। উইকেট রক্ষক কার্তিক বলটি তালুবন্দী করেন। তবে সামান্য শব্দ হয়েছে মনে হলেও ব্যাটে লেগেছে কি লাগেনি এ ব্যাপারে দ্বিধায় পড়ে যান কার্তিক । মাঠে দায়িত্বরত আম্পেয়ারও আউট দেওয়া থেকে বিরত থাকেন। তাৎক্ষনিকভাবে রোহিত রিভিউর আবেদন করেন। শেষ পর্যন্ত দেখা যায় ব্যাটের কানায় ছোঁয়া লেগে কার্তিকের হাতে বলটি যায়।
ম্যাক্সওয়েলের উইকেটটি পেয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম উচ্ছ্বসিত হয়ে উঠে। উৎযাপনের এক পর্যায়ে রোহিত আদর করে কার্তিকের গলা চেপে দেন। ভিডিওটি দেখেও বোঝা গেছে, কার্তিকও রোহিতের গলা চেপে ধরার ঘটনায় হেসে দিয়েছেন। ভিডিওটি দেখুনে এখানে। অর্থাৎ রেগে নয় মুলত খুশিতে রোহিত কার্তিকের গলা চেপেছেন, বিষয়টি এমন যে ব্যাটে লেগেছে কিনা তুই আগে বুঝবি না?
ইন্ডিয়ান সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইম বাংলা ও আনন্দবাজার পত্রিকা সেদিনের ঘটনাটিকে এভাবেই বর্ণনা করেছেন। প্রতিবেদনগুলোতে এ বিষয়টিও উল্লেখ আছে যে, রোহিত ও কার্তিকের বেশ মধুর সম্পর্ক রয়েছে।
বর্তমানে কার্তিকের গলা চেপে ধরার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিও মূলত একজন ক্রীড়াপ্রেমী টুইটারে ‘Tough love’ ক্যাপশনে পোস্ট করেছিলেন। পোস্টটি দেখুন এখানে।
পোস্টটির নিচে কেউ একজন মন্তব্য করেছেন, “এটি চুমুতে গড়ালো না”
অন্য একজন সেখানে লিখেছেন, “আমি ভেবেছিলাম রোহিত চুমু খেতে যাচ্ছে”
রোহিত ও কার্তিকের এই ঘটনায় কিছু ব্যক্তি এ বিষয়টিও উল্লেখ করেন যে, ‘এটাই ইউটিউবের থাম্বনেল হিসেবে ব্যবহার করা হবে। তারপর বলা হবে যে কার্তিককে খুন করতে গিয়েছিলেন রোহিত।’
প্রসঙ্গত, এই ভিডিওটি দেখে অনেকেই এই অভিযোগও করেছেন যে, রোহিত কার্তিককে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তার পরিপ্রেক্ষিতে ইউটিউবে ও ফেসবুকে বিভিন্ন ভিডিও প্রকাশ করে রোহিত কার্তিকের গলা চেপে ধরলেন। প্রাক্তন ক্রিকেটারেরা বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন ইত্যাদি চটকদার ক্যাপশন ব্যবহার করা হয়েছে।
সারমর্ম, ইন্ডিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে এবং ভিডিওটি দেখে এ বিষয়টি সুস্পষ্ট যে রোহিত মজার ছলে কার্তিকের গলা ধরেছিলেন। ভিডিওটি স্নেহ, ভালবাসারও বহিঃপ্রকাশ। সুতরাং রোহিত কার্তিকের উপর রেগে যেয়ে গলা চেপে ধরেছেন — এই দাবিগুলো ভিত্তিহীন।
সুতরাং ফ্যাক্টওয়াচ এ ধরণের ভিডিওগুলোকে “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?