রানী দ্বিতীয় এলিজাবেথ রোনাল্ডোর সই করা জার্সি সংগ্রহে রাখতে চেয়েছেন – গুজব

10
রানী দ্বিতীয় এলিজাবেথ রোনাল্ডোর সই করা জার্সি সংগ্রহে রাখতে চেয়েছেন – গুজব রানী দ্বিতীয় এলিজাবেথ রোনাল্ডোর সই করা জার্সি সংগ্রহে রাখতে চেয়েছেন – গুজব

Published on: [post_published]

গতকাল “Queen Elizabeth has ordered 80 Cristiano Ronaldo jerseys for the Royal Court and has personally requested to reserve the first jersey signed by him…” ক্যাপশনে একটি তথ্য বাংলাভাষী এবং অন্যান্য ভাষার ফেসবুক পেজ ও গ্রুপ থেকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে তথ্যটি ভিত্তিহীন এবং মিথ্যা। রানী দ্বিতীয় এলিজাবেথ ‘রয়্যাল কোর্ট’ এবং নিজের সংগ্রহে রাখার জন্য ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষর করা জার্সির কোন ফরমাশ দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়েও উক্ত দাবির পক্ষে কোন প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টায় ‘Sport Innovation Society’ নামের একটি ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে সর্বপ্রথম “Queen Elizabeth has ordered 80 Cristiano Ronaldo jerseys for the Royal Court and has personally requested to reserve the first jersey signed by him…” শীর্ষক টুইটটি পোস্ট করা হয়।

দেখুন এখানে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

টুইটটি প্রকাশ করার প্রায় ২ ঘণ্টার মধ্যে ‘Sport Innovation Society’ সেটা একাউন্ট থেকে মুছে ফেলে এবং তার পরিবর্তে “We could not confirm the veracity of the note from the Queen and CR7 so we decided to delete the tweet. Apologies” মর্মে একটি সংশোধনী টুইট যুক্ত করে।

দেখুন এখানে

 

অর্থাৎ, “আমরা রানী এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারিনি, তাই আমরা টুইটটি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমাপ্রার্থী।”

 

তবে, ‘Sport Innovation Society’ টুইটটি মুছে ফেললেও একাধিক বাংলাভাষী এবং অন্যান্য ভাষার পেজ এবং গ্রুপ থেকে গুজবটি ততক্ষণে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকেও। এমন কিছু পোস্ট দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, দলবদল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আগামী ২ বছরের জন্য চুক্তি করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাথে। ৩১ আগস্ট ‘Manchester United’ ভেরিফাইড টুইটার হেন্ডেল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবে ফেরার ঘোষণাটি দেয়। মূলত এরপর থেকেই যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাকে ঘিরে গুজবটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও বিষয়টি রানী কিংবা ক্রিস্টিয়ানো কেউই নিশ্চিত করেননি। ‘Cristiano Ronaldo’ এবং ‘The Royal Family’ অফিসিয়াল টুইটার হান্ডেলগুলো থেকেও এমন কোন বার্তা দেয়া হয়নি।

 

সিদ্ধান্ত

‘Sport Innovation Society’কে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে উল্লেক্ষিত ভাইরাল পোস্টগুলো ভিত্তিহীন ও গুজব। এমনকি উক্ত ভুল তথ্যটি প্রকাশ করায় ‘Sport Innovation Society’ একাউন্টটি থেকে ক্ষমাও চাওয়া হয়। ফলে ফ্যাক্টওয়াচ “Queen Elizabeth has ordered 80 Cristiano Ronaldo jerseys for the Royal Court and has personally requested to reserve the first jersey signed by him…”– এমন দাবিযুক্ত পোস্টগুলোকে ‘মিথ্যা’ চিহ্নিত করেছে।

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.