২৬ জুলাই ২০২২ তারিখে “অবশেষে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োগ পেলো দায়িত্ব” ক্যাপশনে ৮ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে বিভিন্ন পেজ থেকে প্রকাশিত হয়েছে। বাস্তবে এটি ২৫ জুলাই ২০২২ তারিখে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির স্মারকলিপি জমা দেবার ভিডিও। অপ্রাসঙ্গিক ক্যাপশনে ভিডিওটি প্রচারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিবেচনায়, ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবিতে কমলাপুর স্টেশনে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ২৫ জুলাই (সোমবার) প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সেদিন বিকালে রনি তার সহযোগীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি জমা দেন। এটি গ্রহণ করেন ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। সায়েম খান বলেন, “মহিউদ্দিন রনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। আমি সেটা গ্রহণ করেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা পাঠিয়ে দেব।“
উক্ত স্মারকলিপি জমা দেবার দুটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে, যা সম্প্রতি “অবশেষে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োগ পেলো দায়িত্ব” ক্যাপশনে প্রকাশিত ফেসবুক ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ।
উল্লেখ্য যে, রেলের নানাবিধ অব্যবস্থাপনা পরিবর্তনে ৭ জুলাই ২০২২ থেকে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেন মহিউদ্দিন রনি। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ২৫ জুলাই (সোমবার) “প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে এবং রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলওয়ের মহাপরিচালকের প্রতিশ্রুতির ভিত্তিতে” তিনি তার কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?