‘শবে মেরাজ উপলক্ষে এই দেশের চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাচ্ছেন’- এই তথ্য দিয়ে কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এখানে দেশের নাম উল্লেখ না করায় অনেকেই বাংলাদেশ ভেবে বিভ্রান্ত হচ্ছেন। ধারণা করছেন এটি হয়তো বাংলাদেশের রাষ্ট্রীয় ছুটি। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, তিন দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েত। বাংলাদেশে শবে মেরাজের ছুটি নেই। যদিও সরকারি নথিতে মুসলিমদের জন্য একদিনের ঐচ্ছিক ছুটির বিধান রয়েছে।
কাজেই শবে মেরাজে তিনদিনের ছুটি নিয়ে পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করা হল।
জুমবাংলা নামের একটি ওয়েবপোর্টাল শবে মেরাজের ছুটি নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম করেছে। যদিও ‘বিস্তারিত কমেন্টে’ বলেছে এবং কমেন্টে প্রতিবেদন পোস্ট করেছে। প্রতিবেদনে কুয়েতের ছুটির বিষয়টি বলা আছে। কিন্তু শিরোনাম দেখেই বাংলাদেশে ছুটি ভেবে বিভ্রান্ত হয়ে মন্তব্য করেছেন অনেকে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজে কুয়েতে শবে মেরাজে তিন দিনের রাষ্ট্রীয় ছুটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত সিভিল সার্ভিস কমিশন মেরাজ উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি থেকে শনিবার, ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যদিও শবে মেরাজ আনুষ্ঠানিকভাবে সোমবার, ২৭ জানুয়ারি পড়ে, কুয়েত সরকারের মন্ত্রিসভা বৃহস্পতিবার এ দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশের মানুষকে একটি দীর্ঘ ছুটির সুবিধা দেওয়া যায়। অর্থাৎ, শবে মেরাজের ছুটি আসলে একদিনই, সেটিকে সাপ্তাহিক ছুটি শুক্র শনিবারের সঙ্গে জুড়ে দিয়ে তিন দিন করার জন্য সোমবারের ছুটি বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয়েছে। এই সময়কালে, সমস্ত সরকারি বিভাগ এবং পাবলিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এবং রবিবার, ২ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
রজব মাসের ২৭ তারিখ মেরাজ উপলক্ষে এক দিনের ছুটি থাকে কিছু মুসলিম দেশে। এ বছরের ছুটি সোমবারের পরিবর্তে বৃস্পতিবার নিয়ে গেছে ওমানও। সাপ্তাহিক ছুটির সঙ্গে এক দিন বাড়িয়ে তিন দিনের লম্বা ছুটির সুবিধা দিতে এ পদক্ষেপ নিয়েছে ওমান।
বাংলাদেশে সরকারি ছুটির তালিকায় শবে মেরাজের কোনো সাধারণ বা নির্বাহী ছুটি নেই।
ধর্মীয় বিবেচনায় কোনো মুসলিম যদি ছুটি নিতে চান, তাহলে নিতে পারেন। ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব ) নামে নির্দিষ্ট করা হয়েছে এই ছুটি।
ফলে, সঙ্গত কারণে শবে মেরাজে তিনদিনের ছুটি নিয়ে করা পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করা হল।
Claim: শবে মেরাজ উপলক্ষে এই দেশের চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাচ্ছেন’- এই তথ্য দিয়ে কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এখানে দেশের নাম উল্লেখ না করায় অনেকেই বাংলাদেশ ভেবে বিভ্রান্ত হচ্ছেন। ধারণা করছেন এটি হয়তো বাংলাদেশের রাষ্ট্রীয় ছুটি।
Claimed By: facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh