সম্প্রতি শচীন টেন্ডুলকারের নামে একটি টুইট এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তিনি ভারত দলের সমালোচনা করছেন এবং বাংলাদেশের প্রশংসা করছেন। অনুসন্ধানে দেখা যাচ্ছে, শচীনের এমন কোনো টুইট করেন নি। বরং সেদিন খেলা শেষে ভারতকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন। এছাড়া ভাইরাল এই টুইটটি যার একাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে, তিনিও একটি কমেন্টে জানিয়েছেন যে এটি ভুয়া টুইট।
ভাইরাল পোস্টে শচীন টেন্ডুলকারের টুইট দাবিতে বলা হচ্ছে, “Things have never been like that, I love my team and cricket, but situations often seen in the past few matches of undue favour to team India is destroying the charm of gentlemen’s game. Well played Bangladesh”। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, বিষয়গুলি আগে এমন ছিল না, আমি আমার দল এবং ক্রিকেটকে ভালবাসি, তবে গত কয়েকটি খেলায় প্রায়শই ভারতকে অযৌক্তিক পক্ষপাত দেখানোর কারণে ক্রিকেটের “ভদ্রলোকের খেলা” ইমেজটি ধবংস হচ্ছে। ভালো খেলেছে বাংলাদেশ।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এসব পোস্টে সূত্র হিসেবে শচীন টেন্ডুলকারের টুইটার একাউন্টের কথা বলা হয়। সে অনুযায়ী শচীনের ভ্যারিফাইড টুইটার একাউন্টে অনুসন্ধান করা হলে এমন কোনো টুইট খুঁজে পাওয়া যায়নি। বরং অনেকটাই এর বিপরীত একটি টুইট পাওয়া গিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ভারতের খেলা নিয়ে শচীন ০২ নভেম্বর, ২০২২ এ একটি টুইট করেন। সেখানে ভারতীয় ক্রিকেট দলকে উদ্দেশ্য করে লিখেন, সাবাস ভারত, এভাবেই এগিয়ে যাও!
এই টুইটে কোথাও তাকে বাংলাদেশের তারিফ কিংবা আম্পায়ারের সিন্ধান্তের সমালোচনা করতে দেখা যাচ্ছে না।
পুনরায় অনুসন্ধানের মাধ্যমে, “Shawrick” নামে একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। সেখানে এই টুইটের কথা বলা হয়। এই পোস্টটিই হুবুহু সব জায়গায় ভাইরাল হচ্ছে।
পেজটির বর্ণনা খেয়াল করলে দেখা যাবে যে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, “Just for fun”। অর্থ্যাৎ, মজা করার উদ্দেশ্যেই পেজটি তৈরি হয়েছে।
একইভাবে পোস্টের কমেন্টগুলো লক্ষ্য করলে দেখা যায়, পেজটি নিজেই বলছে যে এই টুইটটি ভুয়া। নিচের কমেন্টটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “নিজেরা সাজানো খেলা তৈরি করতে পারো আর আমরা একটা ভুয়া পোস্ট করতে পারবো না?”।
উল্লেখ্য, গত ২ নভেম্বর (বুধবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারত। অনেক নাটকীয়তার পর ম্যাচটিতে ভারত জয় পায়। কিন্তু সেখানে বিরাট কোহলির “ফেইক ফিল্ডিং” সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে তীব্র বিতর্কের তৈরি হয়। এ বিষয়ে বিস্তারিত পড়ুন এখানে।
তারই ধারাবাহিকতায় ভারতের সমালোচনা করে এমন বক্তব্য তৈরি করা হয়ে থাকতে পারে। তবে এটি নিশ্চিত যে শচীন টেন্ডুলকার এমন কোনো টুইট করেননি। বরং তিনি ঠিক এর বিপরীত অর্থ্যাৎ, ভারতের খেলার প্রশংসা করে একটি টুইট করেছিলেন। তাই ফ্যাক্টওয়াচ উক্ত বক্তব্যসংবলিত ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?