সাকিব আল হাসানের মনোনয়ন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন সাইফুজ্জামান শিখর? 

15
সাকিব আল হাসানের মনোনয়ন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন সাইফুজ্জামান শিখর?  সাকিব আল হাসানের মনোনয়ন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন সাইফুজ্জামান শিখর? 

Published on: [post_published]

যে বার্তা ছড়িয়েছে: মাগুরা–১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর পুনরায় নৌকার মনোনয়ন পাননি। সেখানে নৌকার মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। যে কারণে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং এটিকে তিনি গ্রহণ করতে পারেননি। দলের জন্য করা পূর্বের কিছু গোপনীয় কাজ প্রকাশ করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি ভিডিও এবং ক্যাপশনের মাধ্যমে ঠিক এমনই দাবি করা হয়েছে।

যা পাওয়া যাচ্ছে: আসন্ন নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। দলীয় নেতা–কর্মীদেরও অনুরোধ করেছেন যাঁর যাঁর জায়গা থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে। মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি কোনো বিরূপ মন্তব্য করেননি। তার নামে যে ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে তা মূলত অন্য কারো বানানো।

এমন কয়েকটি ভিডিও এর নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে জনৈক ব্যক্তি নিজেকে সাইফুজ্জামান শিখর হিসেবে দাবি করেছেন। যদিও ভিডিওটির বামপাশে ক্রিকেটার সাকিব আল হাসান ও ডানপাশে অন্য একজন ব্যক্তির ছবি রয়েছে। ডান পাশের ব্যক্তির স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায় উক্ত ব্যক্তিটি মাগুরা–১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অর্থাৎ যে ব্যক্তিটি ভিডিওটি তৈরি করে নিজেকে সাইফুজ্জামান শিখর বলছেন, প্রকৃত সাইফুজ্জামান শিখরের ছবি তিনি তাঁর ভিডিওতেও রেখেছেন। তবে ভিডিওটির মাধ্যমে জনৈক ব্যক্তি যে সকল কথাবার্তা বলেছেন এবং যে ক্যাপশন ব্যবহার করেছেন তা দ্বারা সাধারণ ব্যবহারকারীরা বার্তা পেয়েছেন ভিডিওতে কথা বলা ব্যক্তিই সাইফুজ্জামান শিখর। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা আসন থেকে মনোনয়ন পাননি। এ বিষয়ে প্রধানসারির গণমাধ্যমের একাধিক সাংবাদিক তাঁর বক্তব্য জানতে চেয়েছিল। প্রতিউত্তরে তিনি যা বলেছেন তা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, 

সাইফুজ্জামান শিখর বলেছেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। বিভিন্ন জনসভায় আমার বক্তব্যে বারবার বলেছি, নেত্রী আমাকে নৌকা আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত ফেরত দেওয়ার দায়িত্ব আমার। যদি নেত্রী আমাকে মনোনয়ন না–ও দেন, আমি তাঁর হাতে নৌকাটা ফেরত দিয়ে তারপর আমি রিলিজ নেব। ফলে সাকিব এখানে কোনো বিষয় না, (নৌকা) যাকেই দিত, আমি আমার সর্বোচ্চ যতটুকু করার, আমি তাঁর জন্য করতাম। সাকিবের জন্যও আমার যতখানি যা করার আমি করব। এটা নিয়ে সাকিবের টেনশন (চিন্তা) করার কিছু নেই।’ 

পুরো প্রতিবেদনটি পাবেন এখানে। 

একই বিষয় নিয়ে চ্যানেল ২৪ থেকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, 

সাইফুজ্জামান শিখর বলেছেন, আগামী নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এছাড়া নিজ অনুসারী ও দলীয় নেতাকর্মীদের অনুরোধ করেছেন নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে।

পুরো প্রতিবেদনটি পাবেন এখানে। এ বিষয়ে আরও কিছু প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে। 

একাত্তর টিভিকে দেয়া সাক্ষাৎকারে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেছেন নৌকার বিরুদ্ধে ইলেকশন করার কোনো সুযোগ আমার আছে বলে মনে করি না। কারণ আমার জন্মই হয়েছে নৌকা প্রতীকের মধ্য দিয়ে। পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে। 

বলাবাহুল্য, ভাইরাল ভিডিওটি যে ব্যক্তি তৈরি করেছেন তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ভিডিওটি স্যাটায়ার হিসেবে তৈরি করা হতে পারে। তবে ভিডিওর মাধ্যমে নিজের আসল পরিচয় তুলে না ধরা এবং নিজেকে সাইফুজ্জামান শিখর দাবি করে বক্তব্য দেবার ফলে সামাজিক মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাছাড়া ভিডিওটির সাথে “মনোনয়ন না পেয়ে নিজেদের কুকীর্তি নিজেরা’ই প্রকাশ করছে” ক্যাপশন ব্যবহারের ফলে এমন বার্তায় আসছে যে সাইফুজ্জামান শিখর মন্তব্যগুলো করেছেন। 

অর্থাৎ সার্বিক তথ্য-প্রমাণের আলোকে দেখা যাচ্ছে মাগুরা–১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সাকিব আল হাসানের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন। 

তাই সার্বিক বিবেচনায় ভাইরাল ভিডিওর দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.