সম্প্রতি “Humble Tribute Hero Salman Shah” ক্যাপশনযুক্ত একটি ছবি ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, বলিউড অভিনেতা সালমান খানের হাতে বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহ-র একটি স্কেচ। গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ছবিটি বিকৃত। মূল ছবিটি ৪ ডিসেম্বর, ২০১৭ তারিখে Salman Khan Fan Club নামের একটি টুইটার একাউন্টের একটি টুইটে পাওয়া গেছে।
সম্প্রতি “Humble Tribute Hero Salman Shah” ক্যাপশনযুক্ত ভাইরাল ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খুঁজে দেখা গেছে, বাস্তবে সালমান খানের হাতের ছবিটি বিকৃত করে সালমান শাহ’র স্কেচটি মূল ছবির ওপরে যুক্ত করা হয়েছে। মূল ছবিটি ৪ ডিসেম্বর, ২০১৭ তারিখে Salman Khan Fan Club নামের একটি টুইটার একাউন্ট থেকে প্রকাশিত টুইটে পাওয়া গেছে। টুইটটিতে ছবিটির সাথে ক্যাপশনে উল্লেখ ছিল, “Handsome #SalmanKhan with portrait of Him and Mom by Pameli Kayal.”
একই তারিখে আপলোডকৃত মূল ছবিটি ইনস্টাগ্রামেও দেখা যায়।
এবছর ২৫ ফেব্রুয়ারি Beingsalmankhan নামক একটি পেজ থেকেও মূল ছবিটি প্রকাশিত হয়েছিল।
উল্লেখ্য যে, সম্প্রতি ৬ সেপ্টেম্বর তারিখটি ছিল বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহ’র ২৫ তম প্রয়াণ দিবস। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি মারা গিয়েছিলেন। মৃত্যুর প্রায় দুই দশক পর পিবিআই নিশ্চিত করেছে, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।