সম্প্রতি ফেসবুকে সাম্পানের একটি বহরের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এগুলো ফেনী এবং নোয়াখালী অভিমুখে বন্যার্তদের সাহায্য করার জন্য যাচ্ছে। কিন্তু, অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিটি ২ মার্চ ২০২৩-এ অনুষ্ঠিত কর্ণফুলী নদী রক্ষায় সাম্পান শোভাযাত্রার সময়কার। এর সাথে ফেনী এবং নোয়াখালীতে চলমান বন্যার কোনো সম্পর্ক নেই। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল এই পোস্টগুলো মিথ্যা।
ফেসবুকে ছড়িয়ে পড়া সাম্পানের বহরটি আসলে কোথায় যাচ্ছিল এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রথমে ছবিটির উৎস খুঁজে বের করার চেষ্টা করে ফ্যাক্টওয়াচ টিম। এই উদ্দ্যেশ্যে ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করে দৈনিক নয়া দিগন্তের অফিসিয়াল ওয়েবসাইটে ৪ মার্চ ২০২৩-এ প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় ছবিটি ২ মার্চ ২০২৩-এ কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রার সময় ধারণ করা হয়েছিল। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছিল। প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২ মার্চ ২০২৩ এ প্রকাশিত একই বিষয় সম্পর্কিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কর্ণফুলী নদীর ফিরিঙ্গী বাজার ঘাট থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু ঘুরে আবার সদরঘাটে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
Credit: Daily Nayadiganta
উল্লেখ্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেচ্ছাসেবী সংস্থা নৌকা, ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট নিয়ে বাংলাদেশে চলমান বন্যা কবলিত এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন এবং কেউ কেউ পৌছেও গেছে। কিন্তু আলোচিত ছবিটি যেহেতু ২ মার্চ ২০২৩ থেকে বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যায় সুতরাং, এটা কোনো ভাবেই বাংলাদেশের সাম্প্রতিক বন্যার সময়কার নয়।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।