সম্প্রতি ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি এবং টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, আবার কিছু পোস্টে দাবি করা হচ্ছে তারা বিয়ে করে ফেলছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, মোহাম্মদ শামি শুভংকর শর্মার একটি ইউটিউব শোতে তাদের প্রেমের সম্পর্ক নাকচ করে দিয়েছেন। আরোও জানা যায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল ছবিগুলোকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করছে।
২০২৩ সালে ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সাথে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ডিভোর্স হয়ে যায়। অন্যদিকে দীর্ঘদিন মডেল হাসিন জাহানের সাথে ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির ডিভোর্সের মামলা কলকাতার আলিপুর কোর্টে ঝুলে আছে। সানিয়া মির্জা এবং মোহাম্মদ শামি দুজনই এখন সিঙ্গেল আছেন। আর এ কারণে তাদের নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে নানা রকম অনুমান এবং কল্পনা।
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছেন কিনা এই খবরের সত্যতা যাচাই করে গত ২৬ ডিসেম্বর, ২০২৪ এ ভারতীয় গণমাধ্যম ওয়ানইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হচ্ছে যে, মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জা বিয়ে করেননি এবং তাদের নামে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে।
মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জা প্রেম করছেন এবং তারা দুবাইতে একসাথে ছবিগুলো তুলেছেন- এমন দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোর সত্যতা যাচাই করে গত ২৩ ডিসেম্বর, ২০২৪ এ একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের অন্যতম প্রধান গণমাধ্যম পিটিআই (প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া)। তারা ‘ট্রু মিডিয়া (True Media)’ নামে একটি এআই ডিটেকশন টুল ব্যবহার করে দেখেছে ছবিগুলো এআই দিয়ে তৈরি করা। তাছাড়া মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার প্রেমের সম্পর্কেরও কোন সত্যতা পায়নি তারা।
২২ জুলাই, ২০২৪ তারিখে হিন্দুস্থান টাইমস প্রকাশিত একটা খবরে জানা যাচ্ছে মোহাম্মদ শামি শুভাংকর শর্মার ইউটিউব শো তে সানিয়া মির্জার সাথে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন খারিজ করে দেন। শামি সামাজিক মাধ্যমে তাকে এবং সানিয়া মির্জাকে নিয়ে ছড়ানো মিম এবং গুজবের সমালোচনা করে বলেন, মানুষ মিমগুলো বিনোদন এবং হাস্যরসের জন্য তৈরি করে এটি তিনি বুঝেন, কিন্তু অন্যের অনুভূতিতে আঘাত না করে দায়িত্বের সাথে এটি করা উচিত।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার প্রেমের সম্পর্ক ভুয়া এবং সামাজিক মাধ্যমে তাদের দুজনের ছড়িয়ে পড়া ছবিগুলো এআই দিয়ে তৈরি করা। এমনই কয়েকটি রিপোর্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার অফিশিয়াল ফেসবুক, ইন্সটাগ্রাম এবং এক্স অনুসন্ধান করে তাদের একসাথে তোলা কোন ছবি খুঁজে পায়নি।
মোহাম্মদ শামির ফেসবুক, ইন্সটাগ্রাম এবং এক্স একাউন্ট দেখুন এখানে, এখানে, এখানে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ছবিগুলো এআই দিয়ে তৈরি কিনা সেটা ‘হাইভ মডারেশন (Hive Moderation)’ নামক একটি এআই ডিটেকশন টুলের মাধ্যমে যাচাই করে দেখা হয়।
হাইভ মডারেশন ওয়েবসাইটে যাচাই করা কয়েকটি ছবির স্ক্রিনশট নিচে যুক্ত করা হলো।
যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, সানিয়া মির্জা এবং মোহাম্মদ শামির ছবিগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া সানিয়া মির্জা এবং মোহাম্মদ শামির প্রেমের গুঞ্জনেরও কোন সত্যতা পাওয়া যায়নি। সুতরাং, উল্লেখিত দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি গুলোকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি এবং টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, আবার কিছু পোস্টে দাবি করা হচ্ছে তারা বিয়ে করে ফেলছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh