ছাত্রলীগের নেতাকর্মীদের গোপালগঞ্জে যাওয়ার আহ্বান সাদ্দামের – ঢাকা ট্রিবিউনের নামে ভূয়া ফটোকার্ড

24
ছাত্রলীগের নেতাকর্মীদের গোপালগঞ্জে যাওয়ার আহ্বান সাদ্দামের – ঢাকা ট্রিবিউনের নামে ভূয়া ফটোকার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের গোপালগঞ্জে যাওয়ার আহ্বান সাদ্দামের – ঢাকা ট্রিবিউনের নামে ভূয়া ফটোকার্ড

Published on: [post_published]

ছাত্রলীগের সব নেতাকর্মীদের গোপালগঞ্জে অতি শীঘ্রই চলে আসার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন- এমন সংবাদ-সম্বলিত ঢাকা ট্রিবিউনের আদলে বানানো একটি ফটোকার্ড ১১ তারিখ থেকে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঢাকা ট্রিবিউন এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করে নি। Nerd Army’s Shitposting নামক একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে সর্বপ্রথম এই বানানো ফটোকার্ডটি পোস্ট করা হয়, যারা নিয়মিতই বিভিন্ন রাজনৈতিক ব্যঙ্গাত্মক কনটেন্ট শেয়ার করে থাকে। তাই বানোয়াট এই ফটোকার্ডকে ফ্যাক্টওয়াচ “স্যাটায়ার” আখ্যা দিচ্ছে।

 

গুজবের উৎস:

১১ আগস্ট থেকে পোস্টটি ফেসবুকে শেয়ার হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ফটোকার্ডটির মূল উৎস সন্ধান করে Nerd Army’s Shitposting নামক একটি ফেসবুক পেইজ পাওয়া যাচ্ছে, যে পেইজ থেকে ১১ আগস্ট সর্বপ্রথম ফটোকার্ডটি পোস্ট করা হয়েছিলো। 


পেইজটি পর্যালোচনা করে জানা যাচ্ছে এটি একটি ব্যঙ্গধর্মী পেইজ, যা তারা পেইজের বিবরণীতেই উল্লেখ করেছে। এ পেইজ থেকে নিয়মিতই দেশের খবর নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করা হয়ে থাকে।

এছাড়া ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটফেসবুক পেইজ চেক করেও ফটোকার্ডটি যে তাদের পক্ষ থেকে প্রকাশিত হয় নি সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। ঢাকা ট্রিবিউনের ফটোকার্ডের সাথে বানোয়াট ফটোকার্ডের ফন্ট এবং ফরম্যাটের পার্থক্য পাওয়া যাচ্ছে। 

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে স্যাটায়ার সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.