সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে দাবি করা হচ্ছে, দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নাকি মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পোস্টে নাসার লোগো সম্বলিত ভুল ইংরেজিতে লেখা একটি শোকবার্তার ছবিও যুক্ত করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, শোকবার্তাটি মশকরা করার জন্য বানানো হলেও ফেসবুকে অনেকেই সত্যি মনে করে প্রচার করছে। ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “স্যাটায়ার” আখ্যা দিচ্ছে।
শোকবার্তায়Mary L. Cleaveনামকএকজনেরস্বাক্ষরদেখাযাচ্ছে।Mary L. Cleaveনাসারএকজনঅ্যাস্ট্রোনটছিলেনযিনিনাসাথেকে২০০৭সালেইঅবসরনিয়েছেন।সুতরাং২০২৩সালেনাসাথেকেপ্রকাশিতকোনোপ্রেসরিলিজেতারস্বাক্ষরথাকাসম্ভবনয়।
দ্বিতীয়ত, আলোচ্যশোকবার্তারভাষালক্ষ্যকরলেদেখাযাচ্ছে, সাঈদীরইংরেজিনামেরবানানভুলএবংতাকেনাসারবিজ্ঞানীও “মেশিনম্যান”সাঈদীহিসেবেসম্বোধনকরাহয়েছে।আল্লামাসাঈদীএকজনধর্মপ্রচারক, রাজনীতিবিদএবংএকাত্তরেমানবতাবিরোধীঅপরাধেদণ্ডপ্রাপ্ত।তাকেব্যঙ্গকরে “মেশিনম্যান”ডাকা হয়েছিল কোনো একটি ঘটনার প্রেক্ষিতে। এটি তার নাম কিংবা অর্জিত কোনো সুষ্ঠু উপাধি নয়, যেটি নাসার শোকবার্তায় থাকতে পারে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।