ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে, একটি হোটেলে খাওয়াদাওয়ার পর বিল না দিয়ে চাঁদা দাবি করায় দোকানের কর্মচারীরা সমন্বয়কদের মারধর করছে। অনুসন্ধানে জানা যায়, হোটেলটি সাতক্ষীরার কাচ্চি ডাইন। ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযান চালিয়ে হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের নিম্ন মানের কারণে জরিমানা করেন। তারপর কয়েকজন ফটো সাংবাদিকের ঐ হোটেলে ফুটেজ সংগ্রহ করা নিয়ে মারামারির ঘটনা ঘটে। কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার ম্যানেজার সাকিব ফ্যাক্টওয়াচকে বলেন, দোকানের কর্মচারীদের সঙ্গে সাংবাদিকদের সামান্য ঝামেলা হয়েছে, পরে সেসব মীমাংসাও হয়ে গেছে। সমন্বয়কদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই বলেও জানান তিনি। মূলত সাংবাদিকদের মারধরের ভিডিওকে ‘সমন্বয়দের মারধর করা হয়েছে’- বলে ছড়ানো হচ্ছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা যায়, আহত ফটোসাংবাদিকরা হলেন– বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আরটিভির মামুন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরে নোংরা পরিবেশ থাকায়, অ্যাপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদের প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ভুক্তভোগী এসএ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন বলেন, ‘অভিযান শেষে আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’
কালবেলা তাদের ইউটিউব চ্যানেলে ঐ ঘটনার ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে। ভিডিওটিতে একই রঙের ইউনিফর্ম পরা কয়েকজন ব্যক্তি গলায় ক্যামেরা ঝোলানো এক ব্যক্তির ওপর চড়াও হয়েছেন। ঐ হোটেলে জরিমানার খবর প্রকাশ করেছে আরো কয়েকটি সংবাদমাধ্যম। এসব প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। এ সময় ‘কাচ্চি ডাইন’ এর রান্নাঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় রেস্টুরেন্টটির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।
অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার হয় যে, সাংবাদিকদের মারধরের এই ভিডিওকেই সমন্বয়কদের বলে ছড়ানো হচ্ছে। এছাড়া কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার ম্যানেজার সাকিব ফ্যাক্টওয়াচকে বলেন, দোকানের কর্মচারীদের সঙ্গে সাংবাদিকদের সামান্য ঝামেলা হয়েছে, পরে সেসব মীমাংসাও হয়ে গেছে। সমন্বয়কদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই বলেও জানান তিনি।
সুতরাং, সাতক্ষীরায় হোটেলে মারধরের ঘটনার সঙ্গে সমন্বয়কদের সম্পৃক্ত থাকার অভিযোগগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হলো।
Claim: ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে, একটি হোটেলে খাওয়াদাওয়ার পর বিল না দিয়ে চাঁদা দাবি করায় দোকানের কর্মচারীরা সমন্বয়কদের মারধর করছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh