অস্ট্রেলিয়ার রাস্তাকে মদীনা শরীফের রাস্তা বলে প্রচার

9
অস্ট্রেলিয়ার রাস্তাকে মদীনা শরীফের রাস্তা বলে প্রচার অস্ট্রেলিয়ার রাস্তাকে মদীনা শরীফের রাস্তা বলে প্রচার

Published on: [post_published]

সম্প্রতি একটি রাস্তার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, রাস্তাটি সৌদি আরবের মদীনা শরীফের। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, রাস্তাটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বারোসা ভ্যালি নামক জায়গায় অবস্থিত। এটি সেপেল্টসফিল্ড রোড (Seppeltsfield Road) নামে পরিচিত।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে, আ্যালামি নামের একটি স্টক ফটোগ্রাফি কোম্পানির ওয়েবসাইটে উক্ত ছবিটি পাওয়া যায়।  “High Angle View Of Agricultural Field” শিরোনামে এই ছবিটি প্রকাশিত হয়৷ সেখানে এই ছবিটি অস্ট্রেলিয়ার সেপেল্টসফিল্ডে (Seppeltsfield) অবস্থিত বলে উল্লেখ করা হয়।

পুনরায় বিভিন্ন কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে, দক্ষিণ অস্ট্রেলিয়ার অফিসিয়াল একটি টুরিজম ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানেও ছবিটির অবস্থান হিসেবে অস্ট্রেলিয়ার সেপেল্টসফিল্ডের কথাই বলা হয়েছে। “South Australia” এর অফিসিয়াল ফেসবুক পেজেও ছবিটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে গুগল ম্যাপের স্ট্রিট ভিউর সাহায্যে “সেপেল্টসফিল্ড রোড” এর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এই রাস্তার স্ট্রিট ভিউটি দেখুন এখানে

 

অতএব, বিষয়টি পরিষ্কার যে রাস্তাটি সৌদি আরব নয় বরং অস্ট্রেলিয়ায় অবসস্থিত। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিসহ ছবিটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.