সম্প্রতি ফেসবুক ও এক্সে ট্যাংকের একটি বহরের ছবি দিয়ে ছড়ানো হচ্ছে যে, বাংলাদেশি ট্যাংক যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে।
আসলে ছবিটা নেওয়া হয়েছে ২০১৮ সালের ৭ মার্চে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে, যা মূলত ছিল একটি কুচকাওয়াজের ছবি। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল- শক্তিশালী সামরিক তালিকায় বাংলাদেশ ৫৭তম। প্রথমে আয়রনক্ল্যাড (Ironclad) নামের একটি এক্স একাউন্ট থেকে এটি পোস্ট করা হয়। পরে বাংলাদেশের ফেসবুক থেকে এটি ছড়াতে থাকে। একই ছবি দিয়ে দ্য রিপোর্ট (the report) প্রতিবেদন প্রকাশ করেছে ২০২৪ সালের ১৫ জানুয়ারি। এই প্রতিবেদনের শিরোনাম- বাংলাদেশ বিশ্বের সামরিক শক্তিতে ৩ ধাপ এগিয়েছে। ফলে, সঙ্গত কারণে, “ট্যাংকের ছবিকে ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশি ট্যাংকের যাত্রা” - এই দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
নভেম্বরের ৩০ তারিখে আয়রনক্ল্যাডের এক্স একাউন্ট থেকে এই তথ্য প্রথম পোস্ট করা হয়। এই একাউন্ট ভুলতথ্য আগেও ছড়িয়েছে। ফেসবুকে এ ধরনের কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
প্রথম আলোর যে প্রতিবেদনটির সঙ্গে এই ট্যাংকের বহরের ছবি প্রকাশিত হয়েছে সেখানে, ছবিটিকে প্রথম আলোর ফাইল ছবি বলা হয়েছে। প্রতিবেদনটি করা হয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০১৭ কে ভিত্তি করে। বিশ্বের ১৩৩টি দেশের মধ্যকার নানা তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে সামরিক বাহিনীর একটি তালিকা প্রকাশিত হওয়ার পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
একই ছবি ব্যবহার করা হয়েছে দ্য রিপোর্টে। এই প্রতিবেদনও গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকমের তালিকা নিয়ে। প্রতিবেদনটিতে বলা হয়, এ বছর, বাংলাদেশ সামরিক শক্তিতে তিন ধাপ উন্নতি করেছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতার উন্নতির ইঙ্গিত দেয়। গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকমের তালিকা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলির মধ্যে যুক্তরাষ্ট্রকে প্রথম স্থানে রেখেছে এবং বাংলাদেশ ৩৭তম অবস্থানে উঠে এসেছে।
সম্প্রতি সময়ে ভারতীয় মিডিয়ার অপতথ্য যখন ক্রমাগত দুইদেশের সম্পর্ককে যুদ্ধাবস্থার দিকে ঠেলে দিতে চেষ্টা চালাচ্ছে, তখন এই ধরনের যুদ্ধ-সরঞ্জামের ছবি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু ফেসবুক ও এক্স একাউন্ট । যথার্থ কারণে, ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh