শাহরুখের স্ত্রী গৌরির ধর্মান্তরিত হওয়ার দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি

64
শাহরুখের স্ত্রী গৌরির ধর্মান্তরিত হওয়ার দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি
শাহরুখের স্ত্রী গৌরির ধর্মান্তরিত হওয়ার দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি

সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইসলাম ধর্ম গ্রহণ করে সপরিবারে মক্কায় গিয়েছেন দাবিতে এই দম্পতির কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে তাদেরকে হজ্বের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। সেখানে তাদের ছেলে আরিয়ান খানের উপস্থিতিও রয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়,  শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইসলাম ধর্ম গ্রহণ করে সপরিবারে মক্কায় গিয়েছেন দাবিতে প্রচারিত ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এ ছাড়া গৌরি খানের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটিও ভিত্তিহীন।

দাবিটির সত্যতা যাচাইয়ে ভাইরাল ছবিগুলোর সাহায্যে অনুসন্ধান করা হলে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে গত সোমবার (৬ জানুয়ারি, ২০২৪) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, শাহরুখ  পরিবারের মক্কায় যাওয়ার দাবিতে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তাদের মক্কায় যাওয়ার দাবিটিরও কোনো সত্যতা নেই।

পুনরায় অনুসন্ধানে ‘ডাব্লিউ টিভি নিউজ মিডিয়া (wtv_news_media)’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফেসবুকে ভাইরাল ছবিগুলোর একটি পাওয়া যায়। ছবিতে শাহরুখ খান, গৌরি খান ও আরিয়ান খান রয়েছে। গত ২ জানুয়ারি,২০২৪ এ পোস্ট করা ছবিটির ক্যাপশনে এটি যে এআই দিয়ে তৈরি সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে। ফ্যাক্টওয়াচও এআই শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে বিশ্লেষণ করে দেখেছে, ছবিটি এআই দিয়েই তৈরি। 

এ ছাড়া শাহরুখ খান, গৌরি খান ও তাদের ছেলে আরিয়ান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে তাদের মক্কায় যাওয়া বা গৌরি খানের ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে কোনো তথ্য বা ছবি পাওয়া যায়নি। 

সংবাদমাধ্যম থেকে বিভ্রান্তি

শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইসলাম ধর্ম গ্রহণ করে সপরিবারে মক্কায় যাওয়ার দাবিতে ভাইরাল ছবিগুলো নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দেশীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন করেছে। এদের মধ্যে আরটিভি, চ্যানেল আই অন্যতম। সংবাদমাধ্যম দুটি তাদের এ ছবিগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে করা  শিরোনাম ও ফটোকার্ডে লিখেছে, ‘বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!’ (আরটিভি), বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী! (চ্যানেল আই, ফেসবুক পোস্ট)। 

এর মধ্যে আরটিভির ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা, ‘বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী…।’ ছবিগুলো যে এআই দিয়ে তৈরি বা গৌরি খানের ধর্মান্তরিত হওয়ার দাবিটি যে সত্য নয় সংবাদমাধ্যম দুটি তাদের বিস্তারিত প্রতিবেদনে সেটি উল্লেখ করলেও শিরোনাম ও ক্যাপশনের বিভ্রান্তিকর উপস্থাপনের কারণে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখেছে ফ্যাক্টওয়াচ। 

এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট,  বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইসলাম ধর্ম গ্রহণ করে সপরিবারে মক্কায় যাওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়, এআই দিয়ে তৈরি। তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিগুলোকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।

বিভ্রান্তির নমুনা-

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

Claim:
সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইসলাম ধর্ম গ্রহণ করে সপরিবারে মক্কায় গিয়েছেন দাবিতে এই দম্পতির কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে তাদেরকে হজ্বের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। সেখানে তাদের ছেলে আরিয়ান খানের উপস্থিতিও রয়েছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh