“বাংলদেশের নতুন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দিবেন বলেছেন”এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় ভাইরাল ভিডিওতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর যে বক্তব্যটি দেখানো হয়েছে সেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে কিছু বলেননি। অন্যদিকে, মূলধারার সংবাদ মাধ্যমেও মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়ে এমন কোনো তথ্য পাওয়া যায় নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
বাংলাদেশেরবর্তমানসংবিধানেতত্ত্বাবধায়কসরকারব্যবস্থারকোনোবিধাননেই।২০১১সালের১০ইমেতত্ত্বাবধায়কসরকারব্যবস্থাবাতিলেররায়দেয়সুপ্রিমকোর্ট।বাংলাদেশেরসংবিধানেরপঞ্চদশসংশোধনীতেএইসরকারব্যবস্থাবাতিলকরাহয়।কাজেইসংবিধানঅনুযায়ীসুষ্ঠুনির্বাচননিশ্চিতকরাবললেতত্ত্বাবধায়কসরকারব্যবস্থার কথা আসে না।
সংবিধানের পরিবর্তন ছাড়াতত্ত্বাবধায়কসরকারব্যবস্থাচালুসম্ভব নয়। কাজেইআওয়ামীলীগথেকেমনোনীতহয়েএবংরাষ্ট্রপতিহিসেবেক্ষমতাগ্রহণকরারআগেইএমনবক্তব্যদেয়ামোহাম্মদ সাহাবুদ্দিন এর পক্ষে নিতান্তই অবাস্তব।এ বিষয়েমূলধারারসংবাদমাধ্যমগুলোতেওকোনো ধরনের প্রতিবেদন পাওয়া যায় নি।