হাতাহাতির ভিডিওটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দলের কারো নয়

29
হাতাহাতির ভিডিওটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দলের কারো নয়
হাতাহাতির ভিডিওটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দলের কারো নয়

Published on: [post_published]

প্রথম দিনেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গ্রুপ, মাওলানা ফজলুর রহমান গ্রুপের সাথে মারামারিতে জড়িয়ে পড়েছে — এমন একটি ভূয়া শিরোনামে মারামারির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঘটনাটি কোনো ইফতার পার্টিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর কয়েকজন নেতাকর্মীর  মারামারির ঘটনা। এই মারামারিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএমএল(এন) বা এই দলের কোন কর্মী সেখানে ছিলো না। তাই ফ্যাক্টওয়াচ নিউজটিকে ভূয়া তথ্য হিসেবে সাব্যস্ত করছে।

গুজবের উৎস

গত ১৩ই মার্চ “প্রথম দিনেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গ্রুপ আর মাওলানা ফজলু গ্রুপের মধ্যে মারামারি।” শিরোনামে মারামারির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কালো পাঞ্জাবি পরা একজন মধ্যবয়স্ক লোককে অনেকে মিলে ধরে রেখেছে। একজন বয়স্ক লোক চিৎকার চেঁচামেচি করছে এবং কিছু একটা ভারি জিনিস কালো লোকটার দিকে ছুঁড়ে মেরেছে। এমন অবস্থায় কালো পাঞ্জাবি পরিহিত লোকটি বৃদ্ধ লোককে মারা শুরু করে।

ফেসবুকে উক্ত শিরোনামে ভাইরাল এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।



ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান থেকে জানা যাচ্ছে ভিডিওটি গত ১২ই এপ্রিলের। সমকালের  করা একটি সংবাদ থেকে জানা যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই (তেহরিক ই ইনসাফ) -এর সংসদ সদস্য নুর আলম পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা নাদিম আফজাল চান, সিনেটর নওয়াজ খোখার এবং ফয়সাল করিম কুন্ডির সাথে একটি হোটেলে ইফতার করছিলেন। এমন সময় পিটিআই -এর অন্য এক কর্মী নুর আলমকে পশতু ভাষায় গালাগালি করছিল। ওই কর্মীকে সংযত হতে অনুরোধ করা হয়, কিন্তু তাতেও কাজ হয়নি। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে যে ২০ জন পিটিআই আইনপ্রণেতা দলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নুর আলম তাদের একজন। নুর আলম ২০১৮ সালে পিটিআইয়ে যোগ দেন এবং নির্বাচন করে জিতে জাতীয় পরিষদের সদস্য হন। এর আগে তিনি পিপিপি দলের সদস্য ছিলেন।

 

পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম Dawn এবং Geo News ও একই সংবাদ প্রচার করেছে। তবে পিটিআই -এর ওই কর্মীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

 

তবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল (পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)) পিএমএল(এন) -এর কোন নেতাকর্মীর সেখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া পাকিস্থানের প্রধানমন্ত্রী বা তার দল সম্পর্কেও উক্ত ঘটনার সাপেক্ষে কোন খবর পাওয়া যায়নি।

মওলানা ফজল-উর রহমান বা তার দল (জামাত উলেমা-ই ইসলাম) -এরও উক্ত ঘটনায় সেখানে থাকার কোন প্রমাণ পাওয়া যায় নি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের দুই কর্মীর মারামারিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গ্রুপের সাথে ফজল উর রহমানের গ্রুপের মারামারি বলে চালিয়ে দেয়ায় ফ্যাক্টওয়াচ খবরটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh