‘’বিসিবি না চাইলেও বিদায় জানিয়ে দিলেন সাকিব’’ — ভূয়া শিরোনাম ভাইরাল

21
‘’বিসিবি না চাইলেও বিদায় জানিয়ে দিলেন সাকিব’’ — ভূয়া শিরোনাম ভাইরাল
‘’বিসিবি না চাইলেও বিদায় জানিয়ে দিলেন সাকিব’’ — ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: [August 23,2021]

‘বিসিবি না চাইলেও বিদায় জানিয়ে দিলেন সাকিব’ শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এই খবরের কোনো ভিত্তি নেই। প্রকৃতপক্ষে, ক্রিকেটার সাকিব আল হাসান অবসর নেয়ার নির্দিষ্ট কোনো দিনক্ষণ না জানিয়ে ফিটনেস এবং পারফরম্যান্স  থাকা সাপেক্ষে দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা  বলেছেন । এছাড়া, নিকট অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কোনো কর্মকর্তা সাকিব আল হাসান এর অবসর নিয়েও কিছু বলেন নি।

বিভ্রান্তির উৎস

২০শে আগস্ট সকাল ১১টা ১৯ মিনিটে পিড়িত নামক পেজ থেকে এই শিরোনাম সম্বলিত একটি অনলাইন নিউজ এর লিঙ্ক শেয়ার করা হয়। পরবর্তি ২৪ ঘন্টায় আরো কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল থেকে একই খবর শেয়ার করে । এসব পেজের মধ্যে রয়েছে স্পোর্টস লাইভ, স্পোর্টস ওয়ার্ল্ড , টুডে বাংলাদেশ , আরবান স্পোর্টস , স্পোর্টস রাইডার , স্পোর্টস নিউজ, স্পোর্টস নিউজ ২৪, স্পোর্টস বিডি , খোলা জানালা , বাংলা নিউজ সহ আরো কয়েকটি।



Tamanna Disha নামের একটা একাউন্টকেও দেখা যায় বিভিন্ন গ্রুপে এই নিউজ লিঙ্ক শেয়ার করতে । (যেমন-এখানে, এখানে)


সংগ্রামী ৭১, জাগো রিপোর্ট ২৪, বিগ নিউজ , স্পোর্টস আওয়ার ২৪, নিউজ এক্রোস, নিউজ এন ওয়াই সি, নিউজ হু ইজ, জিপিনিউজ সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এই শিরোনামের খবরটি দেখা যায়।

প্রতিটা খবরের শিরোনাম এবং মূল খবর অপরিবর্তিত ছিল।

কি বলা হচ্ছে এই খবরে?

স্পোর্টস আওয়ার ২৪ এ প্রকাশিত খবরে বলা হয়,  সাকিবের ভাষ্য‘আসলে সময় নিয়ে বলা কঠিন। ৫ বছর নাকি ১০ বছর খেলতে পারব, এমনটি ভাবি না কখনও। যতদিন ফিট আছি এবং পারফরম্যান্স আছে, ততদিন খেলে যাওয়ার ইচ্ছা আছে। সেটি দেখি কতদিন সম্ভব হয়।

তিনি আরও বলেন, ‘এ বছর পর্যন্ত সব পরিকল্পনা ঠিক আছে। সামনের বছরের পরিকল্পনা ওই বছরের শুরুতেই করব। এ বছর খুব বেশি খেলা আর নেই। নিষেধাজ্ঞার কারণে আমি অনেক খেলা মিস করেছি। তাই চেষ্টা থাকবে এ বছরটা খুব ভালোভাবে শেষ করার। পরে চিন্তা করে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যেটি ভালো হয়, সেটি করা যাবে।


পুরো খবরের কোথাও অবসর নেয়া কিংবা বিদায় বলার প্রস্ঙ্গ আসেনি। অথচ শিরোনামে ‘’বিদায় জানিয়ে দিলেন সাকিব’’ বলে উল্লেখ করা হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

অনুসন্ধানে দেখা গেল, ১৯শে আগস্ট সকাল ১১টা ২০ মিনিটে এই খবর ছাপা হয়েছিল দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে। অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের মূল অংশের সাথে ১০০% মিল থাকলেও, এখানে শিরোনাম ছিল “কত দিন খেলবেন, জানালেন সাকিব”।

একই খবর দেখা যায় ধ্রুব টিভি, সারাদিন নিউজ ,ঢাকা প্রতিদিন, নিউজ ২৪ সহ আরো কয়েকটি সংবাদমাধ্যমে। তবে এখানে শিরোনাম ছিল ক্যারিয়ারের কবে ইতি টানবেন তা জানালেন সাকিব! কিংবা আর কত দিন খেলবে সাকিব, জানালেন ভক্তদের?


লক্ষণীয় , এখানে কোথাও বিদায় নেয়ার কোনো কথা বলা হয়নি। আলোচ্য অনলাইন পোর্টালগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ‘’বিদায় বলে দিলেন সাকিব’’ শিরোনাম করেছে , যেখান থেকে পাঠকমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। । মূল খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি সম্পর্কিত কোনো খবর না থাকলেও শিরোনামে বিসিবির নাম জড়ানো হয়েছে।

এসব কারণে এই শিরোনামটিকে ফ্যাক্টওয়াচ ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.