“শম্পা রেজা মাথায় হিজাব পরা শুরু করে নিজের পোষাকের পরিবর্তন এনেছেন” — এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ধারাবাহিক নাটক “মুসা” এর সেট থেকে সময় টিভিকে তিনি হিজাব পরেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। এই নাটকের চরিত্রে তাকে হিজাব পরা এবং মাথায় ঘোমটা দেয়া অবস্থায় দেখা যায়। এটি কেবল তার এই নাটকের জন্য নির্দিষ্ট পোষাক, তার দৈনন্দিন পোষাক নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করে শম্পা রেজা অভিনীত বৈশাখী টেলিভিশনে প্রচারিত “মুসা” নামের একটি ধারাবাহিক নাটক খুঁজে পাওয়া যায়। এই নাটকে তিনি একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন, এবং এই চরিত্রের জন্য তার নির্দিষ্ট পোশাকের অংশ হচ্ছে মাথায় হিজাব বা ঘোমটা। এই ধারাবাহিক নাটকটি গত ৩ আগস্ট বৈশাখী টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হয়।
পরবর্তিতে “মুসা” নাটকটির পর্ব গুলো অনুসন্ধান করে ৫৫ তম পর্বে শম্পা রেজার গেটআপের সাথে ফেসবুকে প্রচার হওয়া গেটআপের মিল খুঁজে পাওয়া যায়।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে এবং “মুসা” নাটকে শম্পা রেজাকে মনোযোগ দিয়ে দেখলে কিছু মিল খুঁজে পাওয়া যাবে।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত হচ্ছে সময় টিভিকে দেয়া শম্পা রেজার একটি সাক্ষাৎকারের অংশ। তার এই গেটআপের সাথেও মুসা নাটকের গেটআপের মিল খুঁজে পাওয়া যায়।
অন্যদিকে, বৈশাখি টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে “মুসা” নাটকের ৫৫ তম পর্ব প্রচারিত হয় ৬ ডিসেম্বর। কিন্তু এর পরে ১৯ ডিসেম্বর সময় টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শম্পা রেজার আরেকটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি মাথায় ঘোমটা বা হিজাব ছাড়া ছিলেন।
অর্থাৎ, নাটকের চরিত্রের পোষাক পরে সাক্ষাৎকার দেয়ার ভিডিওকে দাবি করা হচ্ছে শম্পা রেজা মাথায় হিজাব পরা শুরু করে নিজের পোষাকের পরিবর্তন এনেছেন। তাই এই দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?