সামুদ্রিক শামুককে পৌরাণিক “শঙ্খপুষ্প” দাবি

63
সামুদ্রিক শামুককে  পৌরাণিক “শঙ্খপুষ্প” দাবি
সামুদ্রিক শামুককে  পৌরাণিক “শঙ্খপুষ্প” দাবি

Published on: [post_published]

৫০ বছরে একবার মাত্র ফুল ফোটে এমন বিরল প্রজাতির ‘শংখপুষ্প’ নামের একটি ফুলের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি কোনো ধরনের ফুল নয়, বরং এটি শামুক জাতীয় একটি প্রাণী। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ভাইরাল হওয়া এমনই কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

এসব পোস্টে বলা হয়েছে,

“শঙ্খপুষ্প – হিন্দুপুরানে বর্ণনা করা ফুল। ৫০ বছরে একবার ফোটে। মহীশূ্রের রাজবাড়িতে দুর্লভ এই ফুলের গাছ আছে।”

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ইমেজ সার্চের সাহায্যে গভীর সমুদ্রবিজ্ঞানী এবং মালাকোলজিস্ট (biologist and malacologist) Chong Chen -এর ফেসবুক আইডিতে ভাইরাল হওয়া ছবিটি পাওয়া যায়। ছবিটি ১৬ই এপ্রিল, ২০১৭ সালে আপলোড করা হয়। আপলোড করা ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা ছিল “New addition: a superb specimen of Hirtomurex teramachii (Kuroda, 1959), MURICIDAE, Off Keelung, Northeast Taiwan, 36mm, F+++.”

উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে Hirtomurex teramachii হলো সামুদ্রিক শামুকের একটি প্রজাতি, সামুদ্রিক গ্যাস্ট্রোপড মোলাস্ক এবং এটি Muricidae পরিবারের অন্তর্গত মিউরেক্স শামুক বা শিলা শামুক। Chong Chen এর ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে ভাইরাল ছবিটি একটি সামুদ্রিক শামুকের যেটা উত্তর-পূর্ব তাইওয়ানের কেলুং শহরে পাওয়া গেছে।

 

Dr. Chong Chen ফেসবুক আইডির ইন্ট্রো সেকশনে দেওয়া লিঙ্ক থেকে তার সম্পুর্ণ পরিচয় জানা যাচ্ছে। সেখান থেকে জানা যাচ্ছে  Dr. Chong Chen একজন গভীর সমুদ্র জীববিজ্ঞানী, মালাকোলজিস্ট, বিবর্তনীয় জীববিজ্ঞানী, মলাস্ক সংগ্রহক এবং ফটোগ্রাফার। উক্ত লিংকে Dr. Chong Chen -এর গবেষণার আগ্রহ, সামুদ্রিক প্রাণী নিয়ে বিভিন্ন গবেষণা, পাবলিকেশন এবং তার সিভি পাওয়া যাচ্ছে।

Dr. Chong Chen -এর ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে ভাইরাল হওয়া ছবিটি কোন ফুলের নয় বরং এটি Dr. Chong Chen -এর সংগ্রহে থাকা একটি সামুদ্রিক শামুক।

একাডেমিক পড়াশোনার সামাজিক যোগাযোগ মাধ্যম Academia.edu তে ক্রিস্টোফ অ্যাভনের (Christophe Avon) তৈরি করা একটি বৈজ্ঞানিক সংকলন পাওয়া যায় যার নাম ছিল গ্যাস্ট্রোপোডা প্যাসিফিকা (Gastropoda Pacifica)। প্যাসিফিক অঞ্চলের মলাস্কা পর্বের উদরপদী প্রাণী করা গ্যাস্ট্রোপোডা প্যাসিফিকা সংকলনটি ২০১৬ সালে তৈরি করা হয় এবং সংকলনটির সোর্স হিসেবে Chong Chen -এর নাম উল্লেখ করা হয়।

উক্ত সংকলনের ৪৬৬ নম্বর পৃষ্ঠার বিবরণী থেকে জানা যাচ্ছে, বিংশ শতকের জাপানের বিখ্যাত শেল সংগ্রাহক এবং চিত্রশিল্পী মি. আকিবুমি তেরামাসির নামে এই শামুকের নামকরণ করা হয় তেরামাসি (teramachii)। প্রাণীটির বৈজ্ঞানিক নাম Hirtomurex teramachii। এটি         Muricidae পরিবারের অন্তর্গত এবং       Coralliophilinae উপপরিবারের অন্তর্গত। এই শেলের দৈর্ঘের সব থেকে বড় নমুনা ৬০ মিলিমিটারের মতো হয়ে থাকে। এই প্রাণী জাপান থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত, এবং গভীর সমুদ্রের কোরাল বিশেষজ্ঞরা এই সামুদ্রিক শেলকে ১৫০ মি.মি থেকে ৪০০ মি.মি গভীরতায় খুঁজে পেয়েছে।

অতএব ফ্যাক্টওয়াচের অনুসন্ধান থেকে জানা যাচ্ছে সামুদ্রিক এই শামুকের বৈজ্ঞানিক নাম Hirtomurex teramachii। এটি কোন ফুল বা শঙ্খপুষ্প নয়।

তবে শঙ্খপুষ্পি নামে এক ধরণের ফুল পাওয়া যায় যার বোটানিকাল নাম “Convolvulus pluricaulis”। এই ফুল আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে এই ফুল দেখতে ভাইরাল হওয়া ছবিটির মতো নয়।

 

Convolvulus গণের ফুলগুলো বাগান করার জন্য আদর্শ। Nature & Garden নামক ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এই গণের ফুলগুলো প্রতিবছর মে থেকে অক্টোবরে ফোটে(পুরাণে বর্ণিত ফুলের ন্যায় ৫০ বছরে একবার নয়)।

ভাইরাল ফেসবুক পোস্টগুলোর সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট প্রকাশ করেছে রিউমার স্ক্যানার, বুমলাইভ সহ আরও বেশ কিছু ফ্যাক্টচেকিং সংস্থা। সেগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। এদের সবাই ভাইরাল ছবিটিকে সামুদ্রিক শামুক হিসেবে চিহ্নিত করেছে।

 

সারমর্ম

ফেসবুকে ভাইরাল হওয়া যে ছবিটিকে শঙ্খপুষ্প বলে দাবি করা হচ্ছে সেটা তেরামাসি (teramachii) নামক মলাস্কা পর্বের সামুদ্রিক শামুক । শঙ্খপুষ্পী নামে একধরণের ফুল থাকলেও তা দেখতে ভাইরাল হওয়া ছবিটির মতো নয়। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে শনাক্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh