মদিনায় কি শেখ হাসিনার উদ্দেশ্যে বিরূপ স্লোগান দেয়া হচ্ছিল?

45
মদিনায় কি শেখ হাসিনার উদ্দেশ্যে বিরূপ স্লোগান দেয়া হচ্ছিল?
মদিনায় কি শেখ হাসিনার উদ্দেশ্যে বিরূপ স্লোগান দেয়া হচ্ছিল?

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছেঃ মদিনায় হোটেলের লবিতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সেখানকার জনতা “ভুয়া ভুয়া” বলে স্লোগান দিয়েছে।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ ভিডিওটি বিকৃত। ফেসবুকে শেয়ার হওয়া  ভিডিওর “ভুয়া ভুয়া” স্লোগানটি শেখ হাসিনাকে নয় বরং, গত ২৫ জুলাই ইতালিতে শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক আলমগীরকে উদ্দেশ্য করে দেয়া হয়েছিল। গত ৫ নভেম্বর মদিনায় পোঁছানর পরে শেখ হাসিনা মদিনা হিলটন হোটেলে উঠেছিলেন। সেখানকার লবিতে ধারণ করা শেখ হাসিনার একটি ভিডিওতে স্লোগানটি এডিট করে বসানো হয়েছে। মূল ভিডিওতে এমন কোনো স্লোগান শুনতে পাওয়া যায়নি।

ফেসবুকে শেয়ার হওয়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুস্থিত  ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে  সৌদি আরবে গিয়েছিলেন। গত ৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা অবতরণ করেন। মদিনায় পৌঁছে তিনি মদিনা হিলটন হোটেলে উঠেছিলেন। এরপর মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করে সম্মেলনে যোগদান করতে তিনি  বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান।

ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওতে দাবি করা হয়, মদিনা হিলটন হোটেলের লবিতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সেখানকার জনতা “ভুয়া ভুয়া” বলে স্লোগান দিয়েছে। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই ভিডিওটি বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। কিন্তু, সেখানে  ‘আলমগীর ভুয়া’ জাতীয় একটি স্লোগান শুনতে পাওয়া যায়, শেখ হাসিনার নামে কিছু পাওয়া যায়নি।

তাই এই স্লোগানের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে Nurul Wahid নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২৬ জুলাই আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিওর স্লোগানের সাথে আলোচিত ভিডিওর স্লোগানের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর ক্যাপশনে উল্লেখ ছিল যে, শেখ হাসিনার জন্য ইতালিতে প্রবাসী বাংলাদেশি কর্তৃক একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ইতালি আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে বর্তমান সাধারণ সম্পাদক আলমগীরকে উদ্দেশ্য করে “আলমগীর ভুয়া” স্লোগান দিয়ে  হট্টগোল করা হয়েছিল । গত ২৫ জুলাই এই কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ, স্লোগানটি সাম্প্রতি শেখ হাসিনার মদিনায় সফরের সময়কার নয়।

পরবর্তীতে, ফেসবুকে শেয়ার হওয়া এই ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ৫ নভেম্বর আপলোড করা আলোচিত ভিডিওর পূর্বসংস্করণের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ভুয়া ভুয়া বলে কোনো স্লোগান শুনতে পাওয়া যায়নি। বরং শেখ  হাসিনার সাথে সাক্ষাত করতে চাওয়া বাংলাদেশীদের মুখে “জয় বাংলা”  স্লোগান শুনতে পাওয়া যায়। এই মূল ভিডিওর ক্যাপশন ছিল “প্রধানমন্ত্রী সৌদি আরব মদিনা হিলটন হোটেলে পৌঁছেছেন”।

অর্থাৎ দেখা যাচ্ছে যে, মূল ভিডিওতে ভিন্ন এক ঘটনার স্লোগান জুড়ে দিয়ে ভিত্তিহীন একটি দাবি করা হচ্ছে। সুতরাং, ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে বিকৃত বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.