সম্প্রতি ‘’অসুস্থ হিরো আলম কে হাসপাতাল এ দেখতে গেলেন প্রধানমন্ত্রী’’ শিরোনামে ফেসবুকে বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে। সেখানে উক্ত দাবির সাথে একটি ছবিও দেখা যাচ্ছে। অনুসন্ধানে জানা যায় ছবিটি বিকৃত। এছাড়া ভাইরাল দাবির পক্ষেও মূলধারার গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায় নি। মূলত এই ছবিটি ২০১৩ সালের, সে সময় রানা প্লাজার ঘটনায় আহতদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পুরনো এই ছবিকে বিকৃত করে ভাইরাল এই দাবিটি করা হচ্ছে।
সামাজিকমাধ্যমেহিরোআলমএবংপ্রধানমন্ত্রীরছবিনিয়েযেদাবিটিকরাহচ্ছেসেইসম্পর্কিতকোনতথ্যসূত্র সেখানে উল্লেখ করা হয় নি।
পরবর্তীতে প্রাসঙ্গিককিছুকি–ওয়ার্ডএরসাহায্যেঅনুসন্ধানকরলে মূলধারার কোনো গণমাধ্যমেউক্তদাবিরপক্ষেকোনোতথ্য-প্রমাণপাওয়াযায় নি।
ভাইরালপোস্টেব্যবহৃতছবির সাহায্যে রিভার্স ইমেজসার্চকরলে “হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী” শিরোনামে ২৮ এপ্রিল ২০১৩ এ প্রকাশিত বিডি নিউজ ২৪ এর একটি প্রতিবেদন পাওয়া যায়। জানা যায়, ভাইরাল এই ছবিটিহিরোআলমএবংপ্রধানমন্ত্রীরনয়।বরং ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় আহতদের দেখতে যাওয়ার ছবি এটি। সেসময় প্রধানমন্ত্রী আহতদের দেখতে ঢাকা অর্থোর্পেডিক্স হাসপাতাল এবং ঢাকা মেডিকেল এ গিয়েছিলেন। তখনই ছবিটি তোলা হয়েছিলো। ২০১৩ সালের এই ছবিকে বিকৃত করে হিরো আলমের মুখ বসিয়ে দেয়া হয়েছে।
এছাড়া একই বিষয়ে নিউজচেকারের একটি প্রতিবেদন পড়ুন এখানে।
সার্বিকতথ্যউপাত্তবিবেচনায়দেখা যাচ্ছে যে, ভাইরাল হওয়া ছবিটি বিকৃত এবং দাবিটি ভিত্তিহীন। সুতরাং, ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা”সাব্যস্তকরছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।