বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে “ভোট চোর” শ্লোগান দেয়া হয়েছে?

11
বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে “ভোট চোর” শ্লোগান দেয়া হয়েছে? বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে “ভোট চোর” শ্লোগান দেয়া হয়েছে?

Published on: [post_published]

 সম্প্রতি ফেসবুকে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিশ্বব্যাংকের সামনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি উদ্দেশ্য করে ভোট চোর শ্লোগান দেয়া হচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এ ভিডিওতে ‘শেখ হাসিনা ভোট চোর’ স্লোগানের অডিও অংশটি সম্পাদিত করে বসানো হয়েছে। মূল ভিডিওতে শেখ হাসিনার উদ্দেশ্যে সমর্থকরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছিলেন। তাই ফ্যাক্টওয়াচ এই ভিডিওকে বিকৃত আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় গত ২ মে থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে




ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, usanewsonline.com নামক একটি ফেসবুক পেইজ থেকে ১ মে রাতে মূল ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের সামনে থাকা অবস্থায় চারপাশ থেকে তার সমর্থকবৃন্দ “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে শ্লোগান দিচ্ছেন। ভাইরাল ভিডিওর সাথে মিলিয়ে দেখা যাচ্ছে শ্লোগানের অংশটুকু ছাড়া দুটি ভিডিও সম্পূর্ণ এক এবং সমান দৈর্ঘ্যের।

এছাড়া ইউটিউব সার্চ করে FBD Point নামক চ্যানেলের এই ভিডিও কম্পাইলেশনে উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায় (৬ সেকেন্ডে) যেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যাচ্ছে। কম্পাইলেশনের বাকি অংশে দেখা যায় বিশ্বব্যাংকের সামনে বিএনপি সমর্থকরা শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ‘গো ব্যাক হাসিনা’ বলে শ্লোগান দিচ্ছেন।

আলোচ্য ভিডিওতে ব্যবহৃত স্লোগান ‘শেখ হাসিনা ভোট চোর’ – এর অডিওর সন্ধান করলে ইউটিউবে ২০২২ সালের ২৯ অক্টোবর ‘ভোট চোর ভোট চোর,শেখ হাসিনা ভোট চোর” শ্লোগানে প্রকম্পিত রংপুর বিএনপির বিভাগীয় সমাবেশস্থল’ ক্যাপশনে আপলোড করা একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। এই পুরোনো ভিডিওর সাথে সম্প্রতি ভাইরাল ভিডিওর শ্লোগানের অডিওর হুবহু মিল পাওয়া যাচ্ছে।

এছাড়া এই শ্লোগানের অডিও ব্যবহার করে ২০২২ সালের ৬ নভেম্বরে আপলোড করা আরেকটি সম্পাদিত ভিডিও পাওয়া যাচ্ছে ইউটিউবে।

সুতরাং দেখা যাচ্ছে, আলোচ্য ভিডিওর মূল শ্লোগান সরিয়ে বিএনপির একটি অতীত সমাবেশের শ্লোগানের অডিও সংযুক্ত করা হয়েছে। তাই উপযুক্ত প্রমাণসাপেক্ষে ফ্যাক্টওয়াচ এ ভিডিওকে বিকৃত দাবি করছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত্ররাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। ১ মে বিশ্বব্যাংকের কার্যালয়ের সামনে যুক্ত্ররাষ্ট্র বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.