সম্প্রতি ফেসবুকে শেখ হাসিনার একটি ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের মুম্বাইতে বিজেপির সভায় তিনি লাইভ বক্তব্য রাখছেন। ভিডিওতে ভারতের পতাকা এবং বিজেপির প্রতীক পদ্মফুল যুক্ত করা হয়েছে। এছাড়াও ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশ কয়েকবার দেখা যায়। এখানে শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধা কোটা এবং কোটা আন্দোলনের ফলে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাষণ দিতে দেখা যায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এই ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বানানো হয়েছে। শেখ হাসিনার ২০২৪ সালের জুলাই মাসের একটি ভাষণের ভিডিও এবং ২০২৪ সালের জুন মাসে মোদীর একটি বৈঠকের ভিডিও জোড়া দিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওতে শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধা কোটা এবং কোটা আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। তাই সাবেক প্রধানমন্ত্রীর উক্ত ভাষণগুলো নিয়ে অনুসন্ধান করলে ইউটিউবে দেশ টিভির চ্যানেলে “শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটি প্রকাশিত হয়েছিলো ২০২৪ সালের ২৬ জুলাই; দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে। দেশ টিভির ভিডিও প্রতিবেদনের ভাষণের সাথে ব্যাকগ্রাউন্ডসহ পুরো ভাষণের হুবহু মিল পাওয়া যাচ্ছে ফেসবুকে ভাইরাল ভিডিওর সাথে। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, শেখ হাসিনার ভাষণটি ভারতের মুম্বাইতে বসে দেওয়া সাম্প্রতিক কোনো ভাষণ নয়।
ভাইরাল ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাসতে দেখা যায়। এই ফ্রেমটির রিভার্স ইমেজ সার্চ করে ভারতের সংবাদসংস্থা ‘Mirror Now’-এর ইউটিউব চ্যানেল থেকে ২০২৪ সালের ৭ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যাচ্ছে। প্রতিবেদনের বিবরণী থেকে জানা যাচ্ছে, এটি ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর, সংসদ ভবনে এনডিএ জোটসঙ্গীদের বৈঠকের সময় ধারণ করা ভিডিও।
অর্থাৎ, গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার একটি ভাষণের ভিডিও এবং ভারতের একটি বৈঠকের ভিডিও জোড়া দিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, জুলাই আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেবার পর থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে “বিকৃত” চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে শেখ হাসিনার একটি ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের মুম্বাইতে বিজেপির সভায় তিনি লাইভ বক্তব্য রাখছেন। ভিডিওতে ভারতের পতাকা এবং বিজেপির প্রতীক পদ্মফুল যুক্ত করা হয়েছে। এছাড়াও ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশ কয়েকবার দেখা যায়। এখানে শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধা কোটা এবং কোটা আন্দোলনের ফলে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাষণ দিতে দেখা যায়।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh