সম্প্রতি শেখ হাসিনার একটি ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। যার ক্যাপশনে দাবি করা হচ্ছে ছবিটি ১৯৮১ সলের ১৭ মে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়কার এবং ছবিতে শেখ হাসিনাকে যিনি বুকে জড়িয়ে রেখেছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ছবিটি মূলত ১৯৮১ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়িতে তোলা হয়েছিল। তাছাড়া, ছবিতে শেখ হাসিনাকে যিনি বুকে জড়িয়ে রেখেছেন তিনি হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান, খালেদা জিয়া নয়। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
ভাইরাল হওয়া ছবিতে শেখ হাসিনার সাথে আসলেই খালেদা জিয়া ছিলেন কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে প্রথম আলোর অফিশিয়াল ওয়েবসাইটে ২০১৮ সালের ১৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ভাইরাল হওয়া ছবিটিও খুঁজে পাওয়া যায়। যদিও ছবির ক্যাপশনে শেখ হাসিনার সাথে কে আছেন এ ব্যাপারে কিছু পাওয়া যায়নি।
তবে, প্রতিবেদনটি থেকে নিশ্চিত হওয়া যায় যে, ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফেরার পরে ১৫ আগস্ট প্রথমবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের নিয়ে শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আইভী রহমান ও জোহরা তাজউদ্দীনও ছিলেন। প্রতিবেদনের প্রথম ছবিটিতে তিনজনকেই দেখতে পাওয়া যায় এবং ছবির ক্যাপশনে তিনজনেরই নামের উল্লেখ পাওয়া যায়৷ এই ছবির আইভি রহমানের সাথে ভাইরাল হওয়া ছবিতে শেখ হাসিনাকে যিনি বুকে জড়িয়ে রেখেছেন তার মিল দেখতে পাওয়া যায়।
এছাড়াও, The Financial Express এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২২ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে শেখ হাসিনা এবং আইভি রহমানের ১৯৮১ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত থাকার ছবি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ এতটুকু নিশ্চিত ভাবে বলা যায় যে ছবিতে শেখ হাসিনার সঙ্গে আইভী রহমান ছিলেন। এবং ছবিটি ১৯৮১ সালের ১৭ মে নয় বরং একই বছর ১৫ আগস্টের ছবি।
অন্যদিকে বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন এবার ধরে অনুসন্ধান করেও ১৯৮১ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে শেখ হাসিনার সাথে খালেদা জিয়া উপস্থিত ছিলেন কি না এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
অতএব, সবকিছু বিবেচনা করে ভিত্তিহীন এই দাবিকে ফ্যাক্ট ওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?