খুলনার শিববাড়ি মোড়ের নাম এখনো পরিবর্তন করা হয়নি

13
খুলনার শিববাড়ি মোড়ের নাম এখনো পরিবর্তন করা হয়নি খুলনার শিববাড়ি মোড়ের নাম এখনো পরিবর্তন করা হয়নি

Published on: [post_published]

খুলনা মহানগরীর ‘শিববাড়ি মোড়’ এর নাম পরিবর্তন করে “বঙ্গবন্ধু চত্বর” করা হয়েছে – এমন একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, আগামী ৩০শে এপ্রিল খুলনা সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভায় এ বিষয়টি কার্যতালিকায় রয়েছে এবং সেখান থেকে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আসতে পারে । তবে আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফেসবুকে ছড়িয়ে পড়া খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত খুলনা সিটি কর্পোরেশনের  সাধারন সভার একটি নোটিশ থেকে দেখা যাচ্ছে, আগামী ৩০শে এপ্রিল খুলনা সিটি কর্পোরেশনের ১৯তম সাধারন সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভার কার্যসূচিতে ৫ নম্বরে উল্লেখ রয়েছে নগরীর শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্ত্বর  এবং বর্তমান বঙ্গবন্ধু চত্ত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগ স্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্ত্বর নামকরণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ।

ফেসবুকে ছড়িয়ে পড়া এই নোটিশকে কেন্দ্র করে মূলধারার সংবাদমাধ্যম দৈনিক কালের কন্ঠ শিববাড়িসহ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ কেসিসির শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রতিবেদনেও কেবলমাত্র নাম পরিবর্তনের উদ্যোগের কথা জানানো হয়েছে।

ইতিমধ্যে নাম পরিবর্তন করা হয়ে গিয়েছে- এমন কোনো সংবাদ কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

তাই ফ্যাক্টওয়াচ ছড়িয়ে পড়া এই সংবাদগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

ইতিপূর্বে ‘কুমিল্লা’ এবং ‘মেঘনা’ নামে নতুন দু’টি বিভাগ ঘোষনা করা হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এমন কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ফ্যাক্টওয়াচের প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.