সম্প্রতি সিলেটের বিয়ানীবাজারের হাওর থেকে বস্তাবন্দী একটি মেয়েকে জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং এই মেয়েটিই মোহাম্মদপুর থেকে হারিয়ে যাওয়া সুবা হওয়ার সম্ভাবনা রয়েছে - এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আরও দাবি করা হয় যে, উক্ত কিশোরীর জামার সাথে সুবার জামার রঙের মিল রয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি প্রকৃতপক্ষে ২০২২ সালের ঠাকুরগাঁওয়ের মাহফুজা খাতুন নামের এক কিশোরীকে উদ্ধারের ভিডিও। ওই বছর জুলাই মাসে সেখানকার টাঙ্গন নদীর জোড়া সেতুর নিচ থেকে তাকে অচেতন ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি “জার্নাল আই ২৪” নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এটি ২০২২ সালের ২১ জুলাই চ্যানেলটিতে প্রকাশ করা হয়। উক্ত চ্যানেল থেকে ভিডিওর বর্ণনা ও প্রকাশিত হওয়ার সময় দেখে এটি স্পষ্ট হওয়া যাচ্ছে, ভিডিওটি পুরোনো। উদ্ধারকৃত ওই কিশোরীর নাম মাহফুজা খাতুন এবং তার পরনে ছিল হলুদ রঙের জামা, গোলাপি রঙের টি-শার্ট নয়।
এসব তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও অনুসন্ধান করে দেখা যায়, ওই সময় দেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।
যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে ২০২২ সালের ২১ জুলাই একই ঘটনা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২১ জুলাই সকালে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর টাঙ্গন নদীর জোড়া সেতুর নিচে থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিক্ষার্থী দিনাজপুর কবিরাজহাট এলাকার ক্বারি মোস্তফা কামালের মেয়ে। সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে টাঙ্গন জোড়া সেতুর নিচে বস্তাবন্দী অবস্থায় ওই কিশোরীকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও Channel 24 ও ৭১ টেলিভিশনেও একই বিষয় নিয়ে তখন সংবাদ প্রকাশ করা হয়েছিল। যা “জার্নাল আই ২৪”এ প্রকাশিত ভিডিও ও বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ।
অন্যদিকে সম্প্রতি নিখোঁজ হওয়া আরাবি ইসলাম সুবাকে, ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অচেতন নয় বরং সুস্থ অবস্থাতেই নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশের একাধিক সংবাদমাধ্যম।
“নিখোঁজ স্কুলছাত্রী সুবা নওগাঁয় উদ্ধার” শিরোনামে প্রকাশিত যমুনা টেলিভিশনের একটি সংবাদে বলা হয়, “রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় জানায় নিজের সুস্থতার কথা। ভিডিও বার্তায় সুবা বলেন, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো। অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের লোকজন নওগাঁয় পৌছালে তাদের হাতে হস্তান্তর করা হবে।”
এছাড়া আরও কিছু সংবাদমাধ্যমে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেগুলো দেখতে পারেন – বাংলাদেশ প্রতিদিন, সমকাল।
অনুসন্ধানে পাওয়া এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, আলোচ্য ভিডিওটি ২০২৫ সালের নয়, বরং ২০২২ সালের জুলাই মাসের একটি ভিন্ন ঘটনার ভিডিও। ফলে ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh