যা দাবি করা হচ্ছেঃ এটা সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ এর ত্রিমাত্রিক নকশার ছবি।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। ছবিটি মূলত পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবোতে অবস্থিত এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ হাবের ছবি, যার নাম হচ্ছে বিনহাই ইন্টারচেঞ্জ। অন্যদিকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী সিরাজগঞ্জে ইন্টারচেঞ্জ এর ত্রিমাত্রিক নকশার ছবি সম্পুর্ণ ভিন্ন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই এটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ইন্টারনেট ফটো লাইব্রেরী গেটি ইমেজের অফিসিয়াল ওয়েবসাইটে আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখিত বর্ণনা থেকে জানা যায় যে, এটা পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবোতে অবস্থিত এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ের বিনহাই ইন্টারচেঞ্জ হাবের ছবি।
পরবর্তিতে এই সূত্র ধরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে চীনের স্টেট কাউন্সিলের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান এবং প্রশাসন কমিশন (SASAC) এর ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, বিনহাই ইন্টারচেঞ্জ হচ্ছে সি-ক্রসিং একটি ওভারপাস। এটি হ্যাংঝো-নিংবো এক্সপ্রেসওয়ে ডাবল লাইন এবং নিংবো-ঝো এক্সপ্রেসওয়েকে যুক্ত করেছে। এটি একটি মেইন লাইন ইন্টারচেঞ্জ ব্রিজ এবং আটটি র্যাম্প ব্রিজ নিয়ে গঠিত। মূল লাইনের মোট দৈর্ঘ্য ১,৫৫০ মিটার এবং র্যাম্পের মোট দৈর্ঘ্য ৬,৩৮৭ মিটার।
মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
পরবর্তিতে, সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ এর নকশা সম্পর্কে অনুসন্ধান করা হলে সময় টিভির অফিসিয়াল ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি প্রকাশিত “সিরাজগঞ্জে ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে” শীর্ষক একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ দাবিতে একটি ত্রিমাত্রিক নকশার ছবি দেখাতে পাওয়া যায়। তবে, এই ছবির সাথে ভাইরাল ছবিটির কোনোরূপ মিল খুঁজে পাওয়া যায়নি।
এরপর, ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০.৪০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের মূল অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই প্রকল্পের একটি অংশ হচ্ছে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ বা হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। এডিবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চূড়ান্ত পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কিত একটি রিপোর্ট থেকেও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এই রিপোর্টেও সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ত্রিমাত্রিক নকশা খুঁজে পাওয়া যায়।
অন্যদিকে ভাইরাল ছবিটি হচ্ছে সি-ক্রসিং একটি ইন্টারচেঞ্জ-এর। কিন্তু সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে নির্মাণ করা হচ্ছে। গুগল আর্থের সাহায্যে সেখানকার একটি স্যাটেলাইট ভিউ থেকে নিশ্চিত হওয়া যায় যে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ভাইরাল ছবিটির মত কোনো কিছু নির্মাণাধীন নেই।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।