সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি সংবাদের শিরোনাম, “কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক।” সংবাদটি নিয়ে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে দেখা যায়, যে সাপটিকে বিষাক্ত বলা হয়েছে, সেটি সম্পূর্ণ নির্বিষ। এ ধরণের সাপের কামড়ে বা সংস্পর্শে এলে মানুষের কোনো ধরণের ক্ষতি হয় না। সঙ্গত কারণে, এমন সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
Common Bronzback Tree Snake নামেরসাপটিরবৈজ্ঞানিকনাম DENDRELAPHIS TRISTIS. ANIMALIAনামেরএকটিপ্রাণীবিদ্যাবিষয়কওয়েবসাইটেসাপটিকেনির্বিষ হিসেবেচিহ্নিতকরা হয়েছে। “This harmless snake prefers the tree tops to life on the ground.” অপরদিকেঅন্যএকটিসাইটেএইসাপটিকে Non-venomous হিসেবেউল্লেখকরেছে। “Dendrelaphis caudolineatus is a common species of colubrid snake known commonly as the striped bronzeback or bronze tree snake. It is erroneously called ‘garter snake’ in the Philippines. It is not venomous and it is the most commonly sold snake as a pet; however, they live longer in the wild.”
পরবর্তীতে এ বিষয়টিনিয়েজগন্নাথবিশ্ববিদ্যালয়েরপ্রাণীবিদ্যাবিভাগেরসাবেকশিক্ষার্থী ও প্রাণীগবেষকসজীববিশ্বাসেরসাথেআলোচনাকরাহয়। তিনিওসাপটিকেনির্বিষহিসেবেচিহ্নিতকরেন।
অর্থাৎ, এ বিষয়টিপরিষ্কারযেভাইরালসাপটিকোনোভাবেবিষধর/বিষাক্তবামানুষেরজন্যক্ষতিকরনয়।