‘কলকাতায় বরফ পড়ছে’ – এমন একটি ক্যাপশনে কলকাতায় তুষারপাতের কিছু ছবি জানুয়ারিতে ফেসবুকে ভাইরাল হয়েছিলো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, ছবিগুলো সত্যিকারের তুষারপাতের নয়, বরং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। কলকাতায় এই শীতে প্রকৃতপক্ষে কোনো তুষারপাত হয় নি। তাই পোস্টটিকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর আখ্যা দিচ্ছে।
বিভ্রান্তির উৎস
এ বছর জানুয়ারির ৫ তারিখ থেকে ফেসবুকে কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ ও হলুদ ট্যাক্সির বরফে আচ্ছাদিত কিছু ছবি ‘কলকাতায় বরফ পড়ছে’, ‘অবশেষে বরফ পড়লো কলকাতায়’ এরকম ক্যাপশনে ফেসবুকে ভাইরাল হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, জানুয়ারির ৪ তারিখ kolkatar_golpo নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয় সৌভিক ঘোষ নামক একজন ভিডিও ক্রিয়েটর ছবিগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বানিয়েছেন।
ইনস্টাগ্রামে ভাইরাল এ পোস্টটি পরবর্তীতে ফেসবুকেও ছড়িয়ে পড়ে এবং পোস্টের সাথে AI generated কথাটির উল্লেখ না থাকায় অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। কয়েকটি নিউজ পোর্টালও তুষারপাতের কাল্পনিক ছবিগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে।
উল্লেখ্য যে, কোনো জায়গায় তুষারপাত হওয়ার জন্য সেখানকার তাপমাত্রা অন্তত ০ ডিগ্রি বা তার কম হতে হয়, যেখানে শীতকালে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ৯ থেকে সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। সুতরাং স্পষ্টতই এই শীতে কলকাতায় তুষারপাত হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?