যা দাবি করা হচ্ছেঃ এগুলো ভারতীয় সৌরযান আদিত্য এল- ১ থেকে তোলা সূর্যের সব থেকে কাছের ছবি।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। সূর্যের এই ছবিগুলো সৌরযান আদিত্য-এল১ থেকে তোলা নয়। এই সৌরযানটির তোলা সূর্যের কিছু ছবি ইসরো থেকে প্রকাশ করা হয়েছিল ঠিকই, তবে এর সাথে ভাইরাল ছবিগুলোর কোনো মিল নেই। অন্যদিকে, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর আদিত্য এল-১ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল কিন্তু ভাইরাল ছবিগুলো তার অনেক আগে থেকেই বিভিন্ন মাধ্যমে খুঁজে পাওয়া যায়।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রথম সৌর পর্যবেক্ষণকারী মহাকাশযান হচ্ছে আদিত্য এল-১। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে এটা সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর পরে ২০২৩ সালের ৬ ডিসেম্বর সৌরযানটি মহাকাশ থেকে সূর্যের ছবি তুলে পাঠিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোকে আদিত্য-এল১ এর তোলা “সূর্যের সব থেকে কাছের ছবি” বলে দাবি করা হচ্ছে।
তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান করা হলে Konteks নামের ইন্দোনেশিয়া-ভিত্তিক একটি অনলাইন পোর্টালে ৩ ডিসেম্বর ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ছবিগুলো খুঁজে পাওয়া যায়। তাছাড়া, CloudyNights নামের একটি অ্যাস্ট্রোনমি ফোরামের ওয়েবসাইটে ২০১০ সালের ১৩ মার্চ আপলোড করা ছবির সাথে ভাইরাল ছবিগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। যেহেতু, ছবিগুলো আদিত্য এল-১ উৎক্ষেপণ হওয়ার অনেক আগের, সুতরাং স্বাভাবিক ভাবেই এগুলো এই সৌরযানটি থেকে তোলা ছবি হতে পারে না।
তাছাড়া ভাইরাল হওয়া ছবিগুলো সূর্যের সব থেকে কাছের ছবি নয়। ইউরোপীয় স্পেস এজেন্সি এবং নাসার ওয়েবসাইটে উক্ত ছবিগুলোর থেকেও সূর্যের আরও কাছের ছবি দেখতে পাওয়া যায়। ছবিগুলো দেখুন এখানেএখানে এবং এখানে।
পরবর্তিতে, আদিত্য এল-১ এর তোলা সূর্যের ছবি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ইসরোর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৮ ডিসেম্বর আপলোড করা একটি পোষ্টে আদিত্য এল-১ এর তোলা সূর্যের ছবিগুলো খুঁজে পাওয়া যায়। কিন্তু এই ছবিগুলোর সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোর কোনো মিল নেই।
Aditya-L1 Mission:
The SUIT payload captures full-disk images of the Sun in near ultraviolet wavelengths
The images include the first-ever full-disk representations of the Sun in wavelengths ranging from 200 to 400 nm.
তাছাড়া ইসরো থেকে আপলোড করা সবগুলো ছবির নিচে ছবি ধারণের তারিখ হিসেবে ২০২৩ সালের ৬ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। তবে, এগুলো ছাড়া আদিত্য এল-১ এর সূর্যের আর কোনো ছবি পাঠানো সংক্রান্ত প্রমাণ নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে পাওয়া যায় নি।
তাই, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।