সম্প্রতি “আইপিএলে নতুন দল কিনতে যাচ্ছেন শাহরুখ খান” শিরোনামে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবরটির বিস্তারিত অংশ পড়লে জানা যায়, আইপিএলে নয় বরং এমিরেটস ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ২০২২ সালে শুরু হতে যাওয়া একটি টি২০ লিগে শাহরুখ খানের দল কেনার কথা রয়েছে। অর্থাৎ আইপিএলে নতুন দল কিনতে যাচ্ছেন শাহরুখ এই শিরোনামটি ভুল। তাই ভুল শিরোনামে প্রকাশিত এমন খবরকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।
মূলত “Iconic Focus 24” নামে একটি ওয়েবপোর্টালের তৈরি প্রতিবেদনের বরাত দিয়ে খবরটি ফেসবুকে শেয়ার হচ্ছে।
“Iconic Focus 24” এর প্রতিবেদনটির শিরোনামে দাবি করা হয় শাহরুখ খান আইপিএলে নতুন দল কিনতে যাচ্ছেন। কিন্তু বিস্তারিত খবরে কোথাও আইপিএলে দল কেনার ব্যাপারে কিছু বলা হয়নি। সেখানে দাবি করা হচ্ছে, “দুবাইয়ের এমিরেটস ক্রিকেট বোর্ডের এমিরেটস টি-টোয়েন্টি লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি কিনেছেন তিনি”। এছাড়াও খবরে ভারতের কয়জন ব্যবসায়ী এবং বলিউড তারকাদের এই লিগে দল কেনার কথাও বলা হচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
উক্ত খবরটি লক্ষ্য করলে দেখা যাবে, শিরোনামের সাথে বিস্তারিত খবরটি সাংঘর্ষিক। শিরোনামে বলা হচ্ছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দল কিনতে যাচ্ছেন শাহরুখ খান কিন্তু মূল খবরে বলা হয় অন্য একটি লিগে দল কিনেছেন তিনি।
পরবর্তীতে, খবরটির সত্যতা যাচাই করতে বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে গুগলে সার্চ করা হলে ”Times of India” এর একটি প্রতিবেদন পাওয়া যায়। “Mumbai Indians, Manchester United owners, Shahrukh Khan part of six-team Emirates T20 league” শিরোনামে ১৯ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এর মালিক গ্লেজার পরিবার, মুম্বাই ইন্ডিয়ানস, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, কিরান গান্ধীর দিল্লি ক্যাপিটালস, বিগ ব্যাসের সিডনি সিক্সারস এবং ক্যাপরি গ্লোবাল নামের একটি ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি এখন এমিরেটস টি২০ লিগের (২০২২ সালের শুরুতে যাত্রা হওয়ার কথা) অংশ। এই প্রতিবেদন অনুযায়ী শাহরুখের কলকাতা নাইট রাইডার্স ফ্রেঞ্ছাইজি ইতিমধ্যে নব্য এই লিগটির অংশ।
এছড়াও একই প্রতিবেদনের বরাত দিয়ে “News 18” এর এই প্রতিবেদনটিও একই দাবি করছে।
অন্যদিকে ২৩ নভেম্বর ২০২১ তারিখে “News 18” এর “Premier League T20, All You Need to Know: The IPL Team Owners, Format And Window‘ শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে “ESPNcricinfo” এর বরাত দিয়ে বলা হয় কলকাতা নাইট রাইডার্সের মালিক ইতিমধ্যে দল নিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়,” According to ESPNcricinfo, the owners of Kolkata Knight Riders are “on board” while five-time IPL champions Mumbai Indians have also finalised terms and conditions.”।
তবে শাহরুখ খান কিংবা কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল কোনো সূত্র থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ০৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে এমিরেটস ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাাকাউন্ট থেকে একটি টি২০ লিগ শুরু করার খবর প্রকাশ করা হয়। যার নাম পরবর্তীতে “UAE T20” উল্লেখ করা হয়।
অতএব দেখা যায় যে, উক্ত খবরের বিস্তারিত অংশে শাহরুখ খানের ইমেরেটস ক্রিকেট বোর্ডের আওতায় একটি টি২০ লিগে দল কেনার যে দাবিটি করা হচ্ছে তা ভারতের সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে সঠিক। তবে এ নিয়ে এখনো কোনো অফিসিয়াল বার্তা খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে বর্তমানে ভাইরাল খবরটির শিরোনামকে সমর্থন করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ আইপিএলে শাহরুখ খানের নতুন দল কেনার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। মানে উক্ত খবরের শিরোনামটি ভুল। তাই ভুল শিরোনামে প্রকাশিত খবরটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?