‘সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত’ – ভূয়া শিরোনামে পুরানো সংবাদ

64
‘সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত’ – ভূয়া শিরোনামে পুরানো সংবাদ
‘সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত’ – ভূয়া শিরোনামে পুরানো সংবাদ

Published on: [post_published]

সম্প্রতি “সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত” ক্যাপশনে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, একটি সংবাদমাধ্যমে প্রকাশিত পুরনো একটি সংবাদ এই ক্যাপশনে নতুন করে শেয়ার হয়েছে। প্রসঙ্গত, প্রাকৃতিক দূর্যোগের কারণে ইতিপূর্বে এসএসসি পরীক্ষা একাধিকবার পিছিয়ে গেলেও শিক্ষা মন্ত্রীর শেষ ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর ২০২২ নিদিষ্ট তারিখে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। 

ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল পোস্টটির বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। সেখানে দেখা যায়, “সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত” শিরোনামে ১৭ জুন ২০২২ তারিখে সময় টিভি একটি প্রতিবেদন প্রকাশ করে। উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাটি ১৯ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কারণে ওই অঞ্চলের শিক্ষার্থীদের পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়ে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয় ১৭ জুন ২০২২ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ জুন ২০২২ তারিখে অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করে। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রচারিত হয়। সময় টিভিও সে সময়ে “সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত” শিরোনামে সংবাদটি প্রকাশ করে। বর্তমানে সময় টিভির পূর্বপ্রকাশিত সেই প্রতিবেদনটি নতুন করে ভাইরাল হয়েছে। তবে “সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত” শিরোনামে পুরনো পোস্ট শেয়ার করা হলেও শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, যে এসএসসি পরীক্ষা আবার স্থগিত হলো কি না!

পরীক্ষা স্থগিতের সত্যতা জানতে ফ্যাক্টওয়াচের সাথে যোগাযোগ করেন নুসরাত তিষা নামের একজন এসএসসি পরীক্ষার্থী। তিনি জানান, ফেসবুকে এই ধরণের সংবাদ প্রকাশের কারণে তাঁদের মধ্যে বেশ উৎকণ্ঠা বেড়েছে। মূলত, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী তাঁরা। কোভিড এবং বন্যা ইতিমধ্যে তাঁদের এক বছর কেড়ে নিয়েছে।

সারমর্ম হল, এসএসসি পরীক্ষা স্থগিত করার নতুন কোনো ঘোষণা আসেনি। যে কারণে ফেসবুকে শেয়ারকৃত এসকল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.