সম্প্রতি “SSC পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাস করে দেওয়া হবে।। পাশের হার থাকবে ১০০%।“ ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট শেয়ার হয়ে ফেসবুকে। পোস্টটিতে উল্লেখিত তথ্যের স্বপক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। অনেকেই এটি সত্য ভেবে বিশ্বাস করেছেন। আবার কেউ কেউ বা পোস্টগুলোর কমেন্টবক্সে তথ্যটির সত্যতা জানতে চাইছেন। সম্ভবত পোস্টটিতে কৌতুক করা হয়েছে, কিন্তু সেটি ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ না করার কারণে পাঠক বিভ্রান্ত হচ্ছেন। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
অনুসন্ধানে দেখা যায়, উক্ত ক্যাপশনে ৩টি পোস্টই বিভিন্ন শিক্ষামূলক গ্রুপ এবং পেজে শেয়ার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী ভাইরাল পোস্টটি ছিল “বাংলাদেশ জাতীয় শিক্ষাবার্তা” নামক একটি পেজ থেকে প্রকাশিত। এই পেজের প্রোফাইলে বাংলাদেশ সরকার কর্তৃক ব্যবহৃত সিলমোহরের ছবি ব্যবহার করা হয়েছে যা উক্ত মিথ্যা তথ্যটিকে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করতে পারে।
এদিকে উক্ত পোস্টগুলোর কমেন্টবক্সে তথ্যটির সত্যতা জানতে চাইছেন অনেকে। কেউ কেউ এটি সত্য ভেবে বিশ্বাসও করেছেন। বাস্তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো বিবৃতি আসে নি। কমেন্টবক্সে কিছু বিভ্রান্তির নমুনা নীচে দেয়া হল:
উল্লেখ্য যে, আগামী ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা এবং ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকাল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?