যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর ৭ জানুয়ারি ২০২৫ থেকে দাবানলে জ্বলছে। এই আবহে সম্প্রতি থ্রেডসে দেশটির নিউইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টিতে আগুন লাগার দৃশ্য দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এই ভাস্কর্যটিতে আগুন লাগা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া লস অ্যাঞ্জেলেস থেকে সড়কপথে স্ট্যাচু অব লিবার্টির দূরত্ব প্রায় ২৮০০ মাইল। অন্যদিকে, আলোচিত ছবিটি বাস্তবও নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো মিথ্যা।
স্ট্যাচু অব লিবার্টি হচ্ছে নিউ ইয়র্ক শহরের নিউ ইয়র্ক হারবারের লিবার্টি দ্বীপে অবস্থিত একটি ভাস্কর্য। থ্রেডসে ছড়িয়ে পড়া ছবিটি খেয়াল করে দেখলে এর সাথে আসল ভাস্কর্যটির কাঠামোগত কিছু অসঙ্গতি দেখতে পাওয়া যায়। এই অসঙ্গতির কিছু নমুনা নিচে তুলে ধরা হলঃ
পরবর্তী সময়ে ছবিটি এআই ডিটেক্টর ‘HIVE MODERATION’ এ যাচাই করা হয়। সেখানে উল্লেখ করা হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৯%। পাশাপাশি ভিন্ন আরেকটি এআই ডিটেক্টর ‘Is It Ai‘ এর মাধ্যমে ছবিটি যাচাই করলে সেখানেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত হওয়ার সম্ভাবনা ৮০% বলে উল্লেখ করা হয়।
অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসে দাবানল এখন পর্যন্ত ৬০ বর্গ মাইল এলাকা পুড়িয়েছে। কিন্তু গুগল ম্যাপে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সড়ক পথে যাওয়ার দুইটি পথ দেখা যায়। একটি পথ ২৭৯৫ মাইল এবং অন্যটি ২৭৭২ মাইল দীর্ঘ। অর্থাৎ, লস অ্যাঞ্জেলেসের আগুন নিউইয়র্ক পর্যন্ত এখনও পৌঁছায়নি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোষ্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি থ্রেডসে দেশটির নিউইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টিতে আগুন লাগার দৃশ্য দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ছে।
Claimed By: Threads users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh