সম্প্রতি ‘ঢাকা এয়ারপোর্টে বিমান যাত্রীদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করছে বিমান কর্মীরা’ এমন দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ২০১৭ সালের। ফুকেট এয়ারপোর্ট (Phuket Airport) নামে থাইল্যান্ডের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এটি। ঘটনাটি বিমানের যাত্রীদের ব্যাগ থেকে জিনিস চুরি করারই, তবে সেটি ঢাকা বিমানবন্দরের নয় এবং বাংলাদেশেরও কোনো ঘটনা নয়। তাই ফ্যাক্টওয়াচ এমন শিরোনামসহ ভিডিওটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে, একজন ব্যক্তিকে বিভিন্ন ব্যাগ নিয়ে নড়াচড়া করতে দেখা যায়। ভিডিওতে দেওয়া শিরোনামের মতে, লোকটি বিমানের যাত্রীদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করছিলেন।
সেখানে থেকে জানা যায়, ফুকে্ট বিমানবন্দরের ঘটনা এটি। পরবর্তীতে দেখা যায় ফুকেট হচ্ছে থাইল্যান্ডের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে ২৭ বছর বয়সী এই লোককে যাত্রীদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করতে দেখা যায়। জানা যায় একটি ব্লুটুথ স্পীকার সেসময় চুরি করেন উনি। পরবর্তীতে সেটি আবার তাকে ফেরত দিয়ে দিতে হয়েছিলো। থাইল্যান্ড টুরিজম পুলিশের একজন তদন্তকারী কর্মকর্তার ধারণ করা ভিডিও এটি।
অতএব, পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে, বর্তমানে ভাইরাল এই ভিডিওটি ২০১৭ সালের একটি ভিডিও। বিমান যাত্রীদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরির ঘটনাই এটি। তবে এটি বাংলাদেশের ঢাকা বিমানবন্দরের কোনো ঘটনা নয় বরং থাইল্যান্ডের ফুকে্ট আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এটি। তাই ফ্যাক্টওয়াচ ভুল শিরোনামে প্রকাশিত এই ভিডিওকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?