সম্প্রতি “রংপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৫ শিক্ষার্থীর ৬ মাসের জেল। সূত্র- চ্যানেল ২৪” শীর্ষক একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। বাস্তবে রংপুরে এ ধরণের কোন ঘটনা ঘটে নি। ভাইরাল এসব ফেসবুক পোস্টে সংবাদমাধ্যম চ্যানেল ২৪’কে সূত্র হিসেবে ব্যবহার করলেও এই টেলিভিশন চ্যানেল-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খবরটি খুঁজে পাওয়া যায় নি। পরবর্তীতে, চ্যানেল ২৪ -এর সাথে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি যে তারা খবরটি প্রকাশ করে নি। তাই ফ্যাক্টওয়াচ উক্ত ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ চিহ্নিত করেছে।
“রংপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৫ শিক্ষার্থীর ৬ মাসের জেল। সূত্র- চ্যানেল ২৪” শিরোনামে ফেসবুকে ভাইরাল পোস্টগুলো দেখুন এখানেএখানেএখানেএখানেএখানে ও এখানে।
গত ২ জুলাই থেকে সামাজিকমাধ্যম ফেসবুকে “রংপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৫ শিক্ষার্থীর ৬ মাসের জেল। সূত্র- চ্যানেল ২৪” এবং “রংপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৫ শিক্ষার্থীর ৬ মাসের জেল। তারা এইচএসসি ব্যাচ-২১ এর শিক্ষার্থী বলে জানা যায়। সোর্সঃ চ্যানেল ২৪” পোস্টগুলো ভাইরাল হতে দেখা যায়। খবরটি নিশ্চিত করতে আমরা ‘চ্যানেল ২৪’ এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অনুসন্ধান চালাই কিন্তু এ ধরণের কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নি। পরবর্তীতে, চ্যানেল ২৪ -এর সাথে যোগাযোগ করে জানা যায় সংবাদটি মূলত একটি গুজব। তারা এ প্রসঙ্গে কোন সংবাদ প্রকাশ করে নি।
ফ্যাক্টওয়াচ চ্যানেল ২৪ -এর রংপুর প্রতিনিধি সাংবাদিক ফকরুল শাহীনের বরাত দিয়ে নিশ্চিত হয়েছে সম্প্রতি রংপুরে প্রাইভেট পড়তে গিয়ে কোন শিক্ষার্থীর জেল হয়নি। তথ্যটি সম্পূর্ণ ভুয়া।
চ্যানেল ২৪’কে সূত্র হিসেবে ব্যবহার করে “রংপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৫ শিক্ষার্থীর ৬ মাসের জেল” শীর্ষক পোস্টগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হলে খবরটি ফ্যাক্টওয়াচ যাচাই করে দেখে। আমাদের অনুসন্ধানে পোষ্টে করা দাবিটি মূলত ভুয়া, বাস্তবে এমন কোন ঘটনা রংপুরে ঘটে নি এবং সংবাদমাধ্যম চ্যানেল ২৪ থেকে উক্ত খবরটি প্রকাশিত হয়নি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?